প্রকাশ : ১২ জুন ২০২৩, ০০:০০
বিদঘুটে চিন্তায় নাস্তানাবুদ টগবগে মগজ
নেশার ঘোরে কেটে যায় অলিক স্বপ্নের রাত;
হৈ-হুল্লোড়ের যাঁতাকলে নিশ্চুপ স্নায়ুকোষ
সভ্যতার দোহাই দিয়ে এগোয় ধ্বংসের হাত।
বিশ্বস্ত সহচরও হয়ে উঠে যেন দু-মুখো সাপ
অহিনকুল সম্পর্কের পিঠে যতসব হাঁসফাঁস;
বিবেকের কেনাবেচা চলে দরদাম হাঁকিয়ে
নয় ছয়ের মিছিলের প্রতিধ্বনিতে চারপাশ।
মিথ্যে সাজে যেন অবিকল সত্যের প্রতিলিপি
প্রগাঢ় বন্ধুত্ব বিক্রির নিক্তিতে, বাহানার হাটে;
সময় এগোয় ঘড়ির কাটায় এক পা দু পা করে
দুর্মূল্যের বাজারে মিথ্যের ভিড়ে সত্য শুধু ঠকে।