প্রকাশ : ১২ জুন ২০২৩, ০০:০০
অনলাইন ডেস্ক
মজ্জা মগজে আজ ভীষণ ক্লান্তি
যাতনায় স্তব্ধ ইতিহাস;
বিশুদ্ধতার নিক্তিতে শূন্য সব
বিবেকের যেন হাঁসফাঁস।
চোখে ভাসে সব, কানে বাজে কথা
বিষণ্ন দৃষ্টিতে তাকিয়ে চোখ;
শত কথা বুকে জমা হয় ক্রমশ তবু
বোবা সাজে পরিচিত এ মুখ।
অন্ধকারে বন্দী মন, ক্ষয়ে ক্ষয়ে যায়
দীর্ঘ প্রাচীরে আটকে শ্বাস;
রোদ্দুরে মিথ্যে ছায়া জমা হয় কত শত
স্বপ্ন হয়ে উঠে তুরুপের তাস!