প্রকাশ : ১২ জুন ২০২৩, ০০:০০
তুমি বরং থিতু হও ইষ্টে, নৈতিক নিকেশে
বিদূষক সেজে সূর্যমুখীর পথে
আর কতদিন?
কী করে নতজানু হও সহজে
উইকেট ছেড়ে দাও আনকোরা ব্যাটারের মতো
কী করে ভেলা ডুবাও অন্ধ¯্রােতে
চাম্বুল গাছের মতো ভেঙে পড় সূচনা-ঝড়ে
তোমার আছে বোধ ও বোধিবৃক্ষের শেকড়
কী করে তা উপড়ে ফেল অবলীলায়
পীড়নের মুখে কেন হতে পার না বিন্ধ্য-বাধা
তোমার অস্তিত্ব আর নৃকুল ব্যাকরণের কথা
ভুলে গেছ হরদম?
তুমি কি দরপত্রে একেবারেই মূল্যহীন
ম্যাক্রোবাজারের সস্তা ভোগ্যপণ্য?
স্মর্তব্যে তুমি কিন্তু মানুষ
‘গ’ শ্রেণির প্রাণী নও কোনো
অন্যের ভজনে সুবিধাবাদের পাপ হওয়ার
কী মাজেজা!
বন্ধ করো এসব সায়ংকৃত্য
ফিরে এসো উৎসমূলে
শাপমোচনের গঙ্গাজলে