মঙ্গলবার, ২০ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০১ মে ২০২৩, ০০:০০

দিনমজুর
অনলাইন ডেস্ক

আমি এক দিনমজুর

গায়ে খেটে খাই,

দেশের নিয়ম নীতি

আমার জানা নাই।

সারাদিন গায়ে খেটে

যে টাকা পাই,

তা দিয়ে সংসার আমার

চলে নারে ভাই।

মুখ্যু সুখ্যু মানুষ আমি

বুঝি না রাজনীতি,

পেটের দায়ে দিনমজুর

বুঝি না স্বজনপ্রীতি।

চাল ডাল তেল নুন কিনতে

লাগে যে টাকা,

এসব কিনতে গেলে আমার

পকেট হয় ফাঁকা।

আমরা হলাম দিনমজুর

আমাদের দুঃখ বুঝবে কি তাঁরা,

দেশের নেতা-নেত্রী আর

মন্ত্রী এমপি যাঁরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়