শনিবার, ০৫ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ মে ২০২৩, ০০:০০

ফাঁদ
অনলাইন ডেস্ক

অপেক্ষা মিশেছে

মাটির গভীর

স্নেহহীন ঘর

ধূলোয় বিভোর

চেনাজানা পথ

অচিন নগর।

আপনেরও আপন

হয় কতজন

সময়ে সময়

বাড়ে বিয়োজন।

উঁকি মারে ওই

কাঙ্ক্ষিত চাঁদ

হাসির ঝিলিকে

অসংখ্য ফাঁদ।

রচনাকাল : ১৯-০৪-২৩। রাত ৩টা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়