বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০০:০০

সৌম্য সালেকের কবিতা
অনলাইন ডেস্ক

বৃক্ষে সলিলে

হৃদয় ছড়িয়েছিল বৃক্ষে সলিলে

আমায় ফেলেছে ঝড় ভাঙনের কূলে

আমার কেটেছে ছায়া ছিঁড়েছে মুকুল

আমার ঝরেছে পুষ্প ডুবেছে দুকূল

আমার পুড়েছে আশা পুড়েছে স্বপন

জীবন বিকিয়ে তাই বইছি দহন!

ভেবেছি প্রাণের সুখ বনের কুজনে

ভেবেছি মিলাবো মন স্বজনে-সুজনে

সুরের বদলে আমি পেয়েছি যে হেলা

পণ্যের বাজারে যেনো আমি এক খেলা

খেলছে বণিক-বালা খেলছে মাছিরা

খেলছে আমায় নিয়ে চতুর পাখিরা

হৃদয় ছড়িয়েছিল বৃক্ষে সলিলে-

আবার ভাসব কবে নীল-নৌকাণ্ডপালে!

মৎস্যভবন ওভারব্রিজ- ০৪ মার্চ ২০২২

.

যাবো যখন

যাবো যখন চলেই যাবো আমি

আর কিছুক্ষণ সহ্য করো না

কেনও এই অস্থির অবহেলা

কেনও এত ছল-চাতুরি হেলা

নাচো তুমি সঙ্গোপনে নাচো

ভালোবেসে অর্থ-কড়ি খেলা!

যাবো যখন চলেই যাবো তো

একটুখানি ভালোবাসা দেখাও

মনে তোমার থাক বাসনার পীড়া

সেসব আমি দেখতে যাবো না

সেসব দেখে মন্দ হবো কেনো

কিছু মানুষ স্বপ্নচারী যখন!

যাবো যখন হারিয়ে যাবো দূরে

বয়ে নিয়ে গোপন কথামালা

তোমার পথে রবে না আর কাঁটা

মুক্ত বায়ে উড়বে তোমার ঘুড়ি

আমার ভূমে নামবে কালো রাত

তোমার ঘরে পান্না-মোতির-ঝাড়!

এই কিছুদিন আর কিছুদিন সহো

আর কিছুকাল সঙ্গে থাকো না

সদাই কেনো বিমন তুমি থাকো

চিরজীবন দেবো না তো হানা!

স্টারলাইন বাসে বসে, ফেনী থেকে ঢাকা অভিমুখে/ ০৪ অক্টোবর ২০২১

.

সাড়া

আমার প্রাণে জাগলো যখন ঢেউ

তোমার কোলে নিভু নিভু তারা

আমি যখন ছিলাম দিশাহারা

তোমার মতো দেখলো না আর কেউ

আমার হলে জাগতে তুমি রাত

হতে আমার উড়াল মেঘা-নাও

ফাগুন বনে মিলিয়ে নিতে হাত

অকালে আজ এ কোন্ হানা দাও!

গোঁয়ার ভীষণ আমার হাওয়াই-পাল

ছিন্ন করে মোহ-নদীর জাল

তুমি যখন ধনিক ঘরের দাসি

থাকবো একাই আমি আদিম-চাষি।

চাঁদপুর/ ১০.১২.২০১৩

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়