শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

মোহাম্মদ ইলিয়াছের দুটি
অনলাইন ডেস্ক

স্বপ্নে আঁকা সোনার বাংলা

লাল সবুজের এই পতাকা

আমার মায়ের মনিহার,

এই মাটির মমতা হৃদয় জড়ানো,

চোখে স্বপ্নে আঁকা,

লাল-সবুজের তারুণ্যের বাংলাদেশ

শত্রুরা অবাক হয়ে তাকিয়ে রয়;

মাথায় হাত দিয়ে করে হায় হায়।।

বাংলাদেশ তুমি আমার আশা,

বাংলাদেশ তুমি আমার ভালোবাসা,

বাংলাদেশ তুমি আমার অহঙ্কার।।

সবুজ শ্যামল আঁকা এই প্রকৃতি,

প্রাণ জুড়ানো পাহাড়ি ঝর্ণার গান,

তোমার জন্য বিলিয়ে দিবো প্রাণ

আমরা এক ঝাঁক তরুণ,

রাখতে সোনার বাংলার মান।।

বাঁকে বাঁকে বয়ে চলা নদী

কাশফুল করে আহ্বান :

সোনার দেশের সোনার তরুণরাই

রাখবে দেশের সুমহান সম্মান।

.

সবুজের বুকে লাল বৃত্ত

সবুজের বুকে লাল বৃত্ত

মনের মাঝে করে নৃত্য

বুকটা উঠে গর্বে ভরে

আনন্দ হয় ঘরে ঘরে।

লাল সবুজ পতাকা নিয়ে

যাবো এবার বহুদূরে,

হবে হবেই আমাদের জয়

আসুক যত ঝড়

মোরা করিনা কো কভু ভয়

তাই তো হবে এবাব লাল- সবুজের জয়।

আমাদের মাথায় আছে জাতির পিতার আশীর্বাদ ;

আমরাই টিকে থাকবো, বাকি সব কুপোকাত...

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়