শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক

ধীরে বহে মেঘনা নদী

দুই তীরে তার গ্রাম

দেশ-বিদেশে ছড়িয়ে আছে

মেঘনা নদীর নাম।

রূপালি স্রোত বুকে ধরে

বইছে এঁকে-বেঁকে

জলের নূপুর বাজিয়ে মধুর

বইছে জন্ম থেকে।

দীর্ঘ তার যাত্রাপথ

বিশাল তার ধারা

দুই তীরে তার কীর্তি কতো

কালের স্রোতে গড়া।

মেঘনা পাড়ে বসত-বাটি

সুখে বাঁধা নীড়

বালুচরে চখাচখি

নানান পাখির ভিড়।

বক-বালিহাঁস শঙ্খচিল

রঙিন ডানায় ওড়ে

জলতরঙ্গের নানা ছবি

ভাসে বুকের পরে।

মেঘনা নদীর মিষ্টি জল

শীতল করে প্রাণ

বউ-ঝিয়ারি কৃষাণ মজুর

সুখে করে স্নান।

রুই কাতলা বোয়াল চিতল

নানা জাতের মাছ

উজান-ভাটির স্রোতের ধারায়

ছুটছে বারোমাস।

ডিঙি নৌকায় ভেসে ভেসে

ইলিশ ধরে জেলে

আনন্দে প্রাণ ওঠে নেচে

রূপালি ইলিশ পেলে।

কতো কবির ছন্দগাঁথায়

মেঘনা আছে ছেয়ে

গ্রাম্য-কিশোর সুখে ভাসে

তালের নৌকা বেয়ে।

রঙিন পালের নৌকা কতো

ভাসতো মেঘনা বুকে

হারিয়ে গেছে সেসব ছবি

কালের ধূসরলোকে।

মেঘনা নদীর তীরে-তরঙ্গে

নেইকো শোভার শেষ

নীল আকাশের ছায়াতলে

দেখতে লাগে বেশ।

আকাশগাঙে ঘনায় যখন

মেঘের ঘনঘটা

ইলশেগুঁড়ি বৃষ্টি ঝরে

ছড়ায় রূপের ছটা।

জোর বাতাসে দুরন্ত ঢেউ

নাচে ফণা তুলে

মাঝি-মাল্লা সামাল সামাল

পানসি-তরী দোলে।

সূর্যডোবা দৃশ্য শোভা

কাড়ে সবার মন

ঢেউয়ের বুকে ছড়িয়ে পড়ে

লাল সুরুজের রং।

নদী-নিসর্গের অবদানের

নেইকো তুলনা

দূষণ-দখল মুক্ত থাকুক

সব-নদী আর মেঘনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়