প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
'কী চাই কী পেয়েছি জীবনে !'
মানুষ এই ভেবে হিসাব কষতে থাকে
পাখিদের হিসাব কষার অবসর নেই
পাখিরা উড়ে বেড়ায় দিকদিগন্তে
তাদের রাজা-রাজ্য নেই
সীমানা নেই
কোনোকিছু পাওয়ার নেশা নেই
নেই কোনো আবাসন সঙ্কট
যখন খুশি ঘর বাঁধে
সমস্ত শস্য ভাণ্ডারে তাদের অধিকার
কারো করুণা চায় না।
মানুষ পাখি হতে চেয়েছে
মানুষ উড়তে চেয়েছে
মানুষ ভালোবাসতে চেয়েছে?
মানুষ পাখি হতে পারেনি
উড়তেও পারেনি
মানুষের কাছে আছে রাইফেল হাটবাজার, পয়সাকড়ি
তাদের শয্যা পাশে বুনো ঘাস।
মানুষ কি কখনও পাখি হতে পেরেছে!