শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ মে ২০২২, ০০:০০

চাঁদপুর জেলা জাতীয় পার্টির মতবিনিময়
অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ও মহাসচিব মোঃ মজিবুল হক চুন্নু এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। ২১ মে শনিবার দুপুর ১২টায় বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করা হয়।

জাতীয় পার্টির মহাসচিব মোঃ মজিবুল হক চুন্নু এমপি বলেন, দল করলে ত্রুটি-বিচ্যুতি থাকবে। তারপরও দলকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকল দায়িত্ব। আগামীতে চাঁদপুরে জাতীয় পার্টির বিভাজন দূর করতে সকলের সাথে কেন্দ্রীয় জাতীয় পার্টি বসবে। একক আধিপত্য বিস্তার করে দলকে চলাতে দেয়া হবে না। আগামীতে সম্মিলিতভাবে চাঁদপুরে জাতীয় পার্টির কমিটি গঠন করা হবে।

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব বেলাল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাডঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সফি উল্যাহ সফি, যুগ্ম মহাসচিব অ্যাডঃ আব্দুল হামিদ ভাসানী, সদস্য জিয়াউর রহমান বিপুল, বিএম নুরুজ্জামান।

চাঁদপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্মণ্ডআহ্বায়ক আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজি, সদস্য অ্যাডঃ মোহাম্মদ মহসীন খান, চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসেম দর্জি, হাইমচর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ প্রমুখ।

চাঁদপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ দেলোয়ার হোসেন খান, গোলাম মোস্তফা নিজুম পাটওয়ারী, মোঃ কামরুল ইসলাম, মুনসুর আহমেদ, শাহাজাহান বেপারী সাজু, হারুনুর রশীদ বাচ্চু, সফিক মিয়া, সাগর মিয়া, হারুন গাজী, আব্দুর রহমান ভূঁইয়া, মিজানুর রহমান গাজী, সিরু ছৈয়াল, মোঃ হারুন বেপারী, নূরুজ্জামান কালু, জামিল আহমেদসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়