সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ মার্চ ২০২২, ০০:০০

ইকবাল পারভেজের কবিতা
অনলাইন ডেস্ক

সূর্যদেবতা অসংখ্য তীর ছুড়ে মারে

তীরের মুখে একবিন্দু জল

মেখে দেন মেঘদূত

তীর হাতে ছুটে আসেন ফেরেশতাকুল

আমার চোখে মুখে দেহে গেঁথে দেন জল-তীর

চৌচির হৃদয়ে ফোটে প্রথম কদমফুল

প্রিয়া, তুমি বইয়ে দাও চক্ষুজল

নাকি ছল!

রাজাও ছোড়ে জলকামান

কোনটা জল কোনটা ছল

আমি তার বুঝি না কিছুই

দেখি, অসংখ্য জল-তীরে বিদীর্ণ দেহ...

.

ঘ্রাণ

কাক-কালো মেঘে পাই

দিঘল চুলের সোঁদা গন্ধ

যখন আমাকে ঢেকে রাখো মেঘ

নামো বৃষ্টি, বিপন্ন চোখে

পৃথিবী ছেয়ে যায় পত্রপল্লবে

ভালোবাসা-বাসি শেষে

সূর্য হাসে, উজ্জ্বল--

আমাদের ঘনঘোর বর্ষা

প্রিয়া, মেঘ হয়ে উড়ে যেও বাতাসে

কাঠফাটা রোদে আমি পুড়ে মরি--

সিক্ত করো

আমাকে ভাসাও, সমুদ্রবিলাসে।

.

পরিণতি

শেষ বলে কিছু নেই।

যে বন ছায়া দেয় নিবিড়

অন্তর্দাহে সেও পুড়ে হয় ভস্ম

নিঁখুত বুননে বাসা বাঁধে পাখি

বদহাওয়ায় ভেঙে যায় সংসার।

সোনালি দুঃখ পুষে রাখে মানুষ

তার সোনামুখী ঠোঁট

একফোঁটা জলকণায় ভাসে বুক।

.

ব্যক্তিগত

মানুষের একটি ব্যক্তিগত জীবন থাকে।

ব্যক্তিগত জীবনে কেউ কেউ একটি পাহাড় কেনে

কেউ কেউ পাহড়ের বদলে নদী কেনে

কেউ চাঁদ, উড়োজাহাজ, প্রমোদতরী

সাদ্দাতের বেহেশত ছিল একটি

মানুষের ব্যক্তিগত কাজ কারবার থাকে গোপন

প্রেম অপ্রেম, স্বপ্ন, পরকিয়া, যৌনতা

অপ্রদর্শিত অর্থকড়ি

আমারও একটি ব্যক্তিগত জীবন আছে

আর আছে একটি গোপন নরক

লোকেরা যোগান দেয় কাঠখড়ি

আমি পুড়ে মরি

.

আলেয়া

একফোঁটা জল তৃষ্ণা

সমুদ্র করেছি পান

মিটে না পিয়াস

মরীচিকা, মিথ্যে ছলনা

জলের মায়া

বিশ^াস করে ঠকে যাওয়া ভালো

প্রবঞ্চনা কে রাখে মনে

আমি ঠকে গেছি

হঠাৎ তোমাকে মনে হয় আলো

ছুঁতে যাই

মিলিয়ে যাও দ্রুত

ভালোবাসা তুমি আলেয়া।

.

উদ্বাস্তু

ফলে বৃক্ষের পরিচয়

আমার ফল নেই, ফুল নেই

আমি বৃক্ষ নই

বৃক্ষের অধিক

অন্যের ঘাড়ে নিয়েছি ঠাঁই

আমার শেকড় ভূমিতে প্রোথিত নয়

পরের খাদ্যে বসিয়েছি ভাগ

বেঁচে থাকি করুণায়

আমি গাছ নই, গাছা

পরগাছা জীবন অপার!

.

পরম কবিতারা

থাকবো বলে আসিনি।

একদিন আলোর কণা হয়ে ফিরে যাবো

লক্ষ কোটি আলোকবর্ষ দূরে

সীমাহীন ভ্রমণে ছুঁয়ে যাবো ছায়াপথ

একদিন গ্রাস হবো, আরেকদিন কৃষ্ণবিবর

আলোর কণা নিভে যাবে অন্ধকারে

ফাঁকা হবে মাঠ

পরম শূন্যতায় স্তব্ধ সৃষ্টি, অসীম আকাশ

পৃথিবীতে তখনও পঠিত হবে

আমার পরমপ্রিয় কবিতারা...

.

গোপন প্রেম

চিঠির যুগ শেষ

বর্ণমালা এখন মুঠোফোন স্ক্রীনে

খুঁজে চলে নির্দিষ্ট অবয়ব

ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনা অনেক

চুম্বন হতে পারে নিরাপদ মাধ্যম

তোমার দেয়া নম্বরে কতবার চিঠি পাঠিয়েছি

বারবার সংযোগহীন তুমি, বারবার ব্যর্থতা

একদিন দেখি এ আমার নিজেরই ঠিকানা

দুঃখ পাইনি কিছু

এখন আমি নিজের সাথে নিজেই কথা বলি গোপন

আমিই প্রেমিক

আমিই প্রেমিকা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়