সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

সৌম্য সালেকের দুটি কবিতা
অনলাইন ডেস্ক

বিজয় এসেছে বলে

ভোরের পাখির মতো প্রাণজাগা স্বাধীন ভাষা আমাদের ছিল না।

বিজয় এসেছে বলে নতুন সূর্য হাসে বাংলার ঈশানে-নিশানে

বিজয় এসেছে বলে ইথারে-পাথারে ভাসে সুকণ্ঠ পাখিদের গান।

প্রজাপতির মতো বহুবর্ণ স্বপ্নময় পাখা আমাদের ছিল না।

বিজয় এসেছে বলে ফসলের সোনাদেহে জেগেছে প্রাণের মেলা

বিজয় এসেছে বলে স্বাধীন পতাকা হাতে মুক্তদেশে ফিরেছে দামাল।

রংধনু-আঁকা মুক্ত আকাশ আমাদের ছিল না।

বিজয় এসেছে বলে ফিরেছে মায়ের হাসি, সোনালী ঊষার-স্নেহ ফিরেছে বোনের ঠোঁটে

বিজয় এসেছে বলে বাংলার নদী-ঘাটে বাউলের মুখে ফিরেছে প্রাণের-সারি

রক্তগোলাপের মতো উন্মুখ আকাক্সক্ষার দোলা আমাদের ছিল না।

বিজয় এসেছে বলে কেটেছে আঁধার-নিশি, প্রাণে প্রাণে জেগেছে সুরের ধারা

মিলনের আবাহনে বাংলার গ্রাম ও নগরে জেগেছে নতুন সাড়া

বিজয় এসেছে বলে...

***

স্বাধীনতা তুমি এলে

ঈশান কোণের প্রাতের লালিমা মুক্ত বাতাসে দোলে

বাধার প্রবল-প্রাচীর ভেঙে স্বাধীনতা তুমি এলে

উজাড় করিয়া রক্ত নিয়েছো শক্ত-সাধের রোষে

পিছায়ে পড়িনি রক্ত দিয়েছি তোমারে পেয়েছি পাশে

চলতে পারে না বলতে পারে না দুর্বল এই জাতি

তোমায় পাবার আশায় শুধু যে প্রাণ দিয়েছে পাতি।

নিষ্ঠুর ওরা, সশস্ত্র ওরা আগুন জালায় এসে

জলিয়া পুড়িয়া লড়িয়া মরিয়া তোমারে পেয়েছি পাশে

হাজার স্বরের কান্নার ধ্বনি ধূষিত বাতাসে ভেসে

দূষিত বাতাস সুশীতল হলো তোমার ছায়ায় এসে।

চল্ চল্ চল্, রণে চলে বীর মাতারা কাঁদিয়া মরে

কখন আসবে তার বাছাধন-ডাকিয়া মা স্বরে

ফিরে তো এলো না এমনি বাছারা মরলো শহীদ বেশে

মাতারা মাথারে কুড়িয়া কাঁদিল ঝর্ণা নামল চোখে

ফিরে এলো লাশ পিতা করে চাষ অন্ন পাবার আশে

নির্বাক মুখে জলভরা চোখে বাছারে শোয়ালো এসে

এদিকে ওদিকে মৃতরা আসছে ভাসছে এদেশ দুঃখে

খুঁড়ছে কবর একের পর এক, হাসছে তারা কি সুখে!

আমরা বাঙালি আমরা প্রবল-প্রাণ দিয়েছি পেতে

মানিয়েছি হার অস্ত্রে ও শিরে এই তো হাস্য অতি!

এমনি থামলো রক্তের খেলা জমল মিলন মেলা

গগন হাসল সুরভিত শ^াসে নিভলো অধীন জালা

ও স্বাধীনতা তোমার ছোঁয়ায় আজ-নিভলো অধীন জালা।।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়