প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ০০:০০
গাঁয়ের ছেলে বলে আমিও দেখেছি মাথার ঘোমটা সরায়ে টর্চ মারা
কন্যা দেখার কাল কিন্তু আমার শেকড় উল্টিয়ে কি দেখবে বলো!
আমি তো একপাত্রেই পান করি জল ও পানির অধর; সেও
অভিন্ন চুমকে; আর আমার কথা নিয়ে দোটানা ভোগার কি আছে
যখন আমি কোনো উপমহাদেশীয় রাজনীতিতে অভ্যস্ত নই?
আমি বিদ্রোহী কবির মতো অভিন্ন-- ঘরে বাইরে দিনে রাতে
তিন কালে; অতএব আমাকে ভালোবাসতেই পারো; কী পাবে?
আমাকে ভালোবেসে পাবে একখানা মাটির উঠোন যেখানে
লাইলি মজনু শিরি ফরহাদ চন্ডিদাস রজকিনীর পতাকা একসাথে
ওড়ে রোজ মাথায় নিয়ে অভিন্ন আকাশ যে দৃশ্যের প্রতারক
নকল মাঝে মাঝে ভাড়া খাটে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে;
না, আমার উঠোন সীমান্তে কোনো কাঁটাতরের বেড়া কিংবা
সীমান্ত ওয়াচ টাওয়ার নেই। সেটা দিয়ে কী কাজ প্রেমিকের!