প্রকাশ : ১৭ মে ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলায় এ বছর বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে এখন হাসি। তবে শ্রমিক সংকট থাকায় প্রতি বছর কৃষকরা সময়মতো মাঠ থেকে ধান ঘরে তুলতে পারেন না। শ্রমিক সংকট নিরসনে কৃষি বিভাগের তত্ত্বাবধানে কৃষকদের উৎসাহিত করতে চাঁদপুর সদর উপজেলার বালিয়া এলাকায় কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে বোরো ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ের সূচনা করা হয়।
গত ৯ মে চাঁদপুর সদর উপজেলার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থবছরে বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীতে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে শস্য কর্তন ও কৃষক সমাবেশ বালিয়ার গুলিশা গ্রামে অনুষ্ঠিত হয়।
ধান কাটার প্রথম দিনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী , কৃষি অফিসার আয়শা আক্তার ও অন্যান্য কৃষি কর্মকতা। এছাড়া আশপাশ এলাকার কৌতূহলী কৃষকরা নতুন মেশিনে ধান কাটা দেখতে সমবেত হন।
কৃষি বিভাগ জানায়, এ বছর জেলায় বোরো ধানের চাষাবাদের জমির পরিমাণের লক্ষ্যমাত্রা ছিল ৯৬ হাজার দুইশ হেক্টর। আবাদ হয়েছে ৯৮ হাজার ৪শ হেক্টর। জাতীয় উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হবে বলে আশাবাদী।