শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৭ মে ২০২৩, ০০:০০

শাহতলীর ফ্রুটস ভ্যালিতে ৪৭ জাতের আম মিলবে ১ মাস পর
কৃষিকণ্ঠ প্রতিবেদক ॥

চাঁদপুর সদর উপজেলার শাহতলীর ফ্রুটস ভ্যালিতে ৪৭ জাতের আমের চাষ করা হয়েছে। এখন আমের পরিচর্যায় ব্যস্ত উদ্যোক্তা হেলাল উদ্দিন।

ডাকাতিয়া নদীর পাড়ে পরিত্যক্ত ইটভাটায় গড়ে তোলা হয়েছে ‘ফ্রুটস ভ্যালি এগ্রো’ নামের কৃষি খামার। উদ্যোক্তা হেলাল উদ্দিন জানালেন, এখানে টমি অ্যাটকিনস, উতাউল্ফ, বেইলি মার্বেল, আলফনসো, গ্লেন, হেডেন, মায়া, সূর্যডিমসহ ৪৭ জাতের আমের গাছ রয়েছে। আর ১ মাস পরেই মিলবে এ আম।

রাসায়নিক ও বিষমুক্ত বিদেশি নানা ফল চাষ করে ইতঃমধ্যে নজির গড়েছেন হেলাল উদ্দিন। পরিত্যক্ত পৈত্রিক ইটভাটায় বালু ভরাট করে মাত্র তিন বছরের মাথায় ‘ফ্রুটস ভ্যালি এগ্রো’ নামের তাঁর খামারে বিশ্বখ্যাত ৪৭ জাতের বিদেশি আম চাষ করে তার প্রত্যাশিত ফলনে ব্যাপক সাড়া জাগিয়েছেন দেশের প্রথিতযশা সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিন।

২০২০ সালে শুরুর পর থেকেই পরীক্ষামূলকভাবে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে একের পর এক বিভিন্ন প্রজাতির ফলের চাষ করে সফল হয়েছেন তিনি। জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন অনেকে এই প্রকল্প দেখতে আসছেন। ইতোমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ফ্রুটস ভ্যালিতে এসে অভিভূত হয়েছেন এবং উদ্যোক্তার ভূয়সী প্রশংসা করেছেন।

হেলাল উদ্দিন বলেন, ‘এখানে অধিকাংশ জাতই বিদেশে উচ্চ মূল্যের ফল হিসেবে খ্যাত। আর এগুলো এদেশের মাটি ও আবহাওয়ায় সম্পূর্ণ নতুন জাত। আমি কোনো ধরনের প্রশিক্ষণ না নিয়েই শখের বশে প্রথমে বিদেশী রসালো ফল রকমেলন ও মাস্কমেলন চাষ করে সফল হই।

‘ফ্রুটস ভ্যালি এগ্রো প্রকল্পে টমি অ্যাটকিনস, উতাউল্ফ, বেইলি মার্বেল, আলফনসো, গ্লেন, হেডেন, মায়া, সূর্যডিমসহ ৪৭ জাতের আমের গাছ রয়েছে। আমের পাশাপাশি স্ট্রবেরি, চেরি টমেটো, আপেল, সিডলেস আঙ্গু, ত্বীন ফল, ব্ল্যাকবেরি, মাল্টা, হলুদ ড্রাগনসহ অর্ধশতাধিক প্রজাতির বিদেশি ফলের চাষ করা হচ্ছে এখানে।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়