বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০০:০০

দুজন স্মরণীয় অধ্যক্ষ

মুহাম্মদ ফরিদ হাসান
দুজন স্মরণীয় অধ্যক্ষ

এক.

১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা মেডিকেল কলেজ। এ প্রতিষ্ঠানটি সূচনালগ্ন থেকেই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রথমদিকে ইংরেজ চিকিৎসকরা এ কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করতেন। পঞ্চাশের দশকের সূচনালগ্নে কলেজটির অধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করেন ডাঃ নওয়াব আলী। চাঁদপুরের এ কৃতীসন্তান দু মেয়াদে অধ্যক্ষের গুরুদায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেন।

নওয়াব আলীর জন্ম ১৯০২ সালে, মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর গ্রামে। বাবা মৌলভী মোঃ আবদুল সরকার, মা ইসমতুন্নেসা বেগম। তিনি সাফল্যের সঙ্গে মুন্সীগঞ্জ হাইস্কুল থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ভর্তি হন কলকাতা মেডিকেল কলেজে। ১৯২৭ সালে এ কলেজ থেকে এমবি (এমবিবিএস) এবং ১৯৩৫ সালে ডিপ্লোমা ইন ট্রপিক্যাল মেডিসিন- ডিটিএম ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জেন্স থেকে তিনি এমআরসিপি (১৯৪৪) এবং এফআরসিপি (১৯৫৮) ডিগ্রি লাভ করেন।

পেশাগত জীবনে নওয়াব আলীর প্রথম কর্মস্থল কলকাতা মেডিকেল কলেজ। দেশভাগের পর তিনি ঢাকা মেডিকেল কলেজে প্রফেসর অব মেডিসিন হিসেবে যোগ দেন। ১৯৫৩ সালের ২১ মার্চ তাঁকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়। প্রথম মেয়াদে তিনি ১৯৫৪ সালের ১০ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাঁকে দ্বিতীয়বার নিয়োগ দেয়া হয় ১৯৫৫ সালের ২১ জানুয়ারি। ১৯৫৭ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। একই বছর তাঁকে পূর্ব পাকিস্তানের সার্জন জেনারেল পদে নিয়োগ দেয়া হয়। ১৯৫৯ সালে তিনি অবসর গ্রহণ করেন। তাঁর বিশেষ কীর্তি মতলবে অবস্থিত আন্তর্জাতিক আঞ্চলিক উদরাময় হাসপাতালটি। এর প্রতিষ্ঠার পেছনে তাঁর ভূমিকা অগ্রগণ্য। চাঁদপুর মহকুমা সমিতির প্রতিষ্ঠাও তাঁর হাত ধরে। তিনি ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান আইন পরিষদের সদস্য নির্বাচিত হন।

নওয়াব আলী সাংগঠনিকভাবে সক্রিয় ছিলেন। তিনি মেডিকেল অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল অ্যাসোসিয়েশন-এর সভাপতি এবং পূর্ব-পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বরেণ্য এ চিকিৎসক ১৯৭৭ সালের ৪ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। দেরিতে হলেও বাংলাদেশ সরকার তাঁর স্মৃতি ও কর্মের প্রতি যথাযথ সম্মান জানিয়েছে। ২০০৩ সালের ১০ জুন জাতীয় সংসদে তাঁর ওপর শোক প্রস্তাব আনা হয়। ২০০৫ সালে বাংলাদেশ ডাকবিভাগ তাঁর সম্মানে স্মারক ডাকটিকেট প্রকাশ করে। মতলবে তাঁর নামে স্মৃতিকল্যাণ ট্রাস্ট রয়েছে।

দুই.

বাংলাদেশের শ্রেষ্ঠ প্রকৌশল-শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট। এটি ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় ১৯৬২ সালে। খ্যাতনামা এ প্রতিষ্ঠানের তৃতীয় উপাচার্য হিসেবে দীর্ঘ আটবছর দায়িত্ব পালন করেন ড. ওয়াহিদউদ্দিন আহমেদ। তাঁর কর্মকাল ২৫ এপ্রিল ১৯৭৫ থেকে ২৪ এপ্রিল ১৯৮৩ সাল পর্যন্ত। তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ওয়াহিদউদ্দিন আহমেদের জন্ম ১৯২৩ সালের ১ জানুয়ারি। মতলব উত্তরের পাঁচআনী গ্রামে। বাবা মততাজ উদ্দিন আহমেদ, মা রাহাতুননেছা। পড়াশোনা করেছেন নুনশিগঞ্জ হাইস্কুল, জগন্নাথ কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও ক্যালেফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে। তিনি ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৯৫১ সালে ওয়াহিদউদ্দিন সহকারী অধ্যাপক পদে আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে যোগ দেন। তাঁর কর্মজীবন বর্ণাঢ্য। তিনি চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ, কারিগরি শিক্ষার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিআইটি কাউন্সিল বাংলাদেশের ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি, মহাসচিব, প্রথম ন্যায়পাল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ড. ওয়াহিদউদ্দিন আহমেদ ১৯৯০ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মনোনীত হন।

কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় টিপিক অ্যাওয়ার্ড-১৯৬৭, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট স্বর্ণপদক-২০০১, আহসান উল্লাহ মিশন স্বর্ণপদক-২০০২ লাভ করেন। তিনি ২০১৮ সালের ৩ নভেম্বর মৃত্যুবরণ করেন। তাঁকে মতলবে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি মৃত্যুর পূর্বপর্যন্ত বুয়েটের এমোরিটাস অধ্যাপক ছিলেন।

সূত্র :

* রত্নগর্ভা চাঁদপুর, মোহাম্মদ সফিউল আলম সম্পাদিত, আমাদের চাঁদপুর প্রকাশনী, প্রকাশ অক্টোবর, ২০০৭

* ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের তালিকা

সূত্র :

* প্রয়াত প্রফেসর ড. ওয়াহিদউদ্দিন আহমেদ, জামিলুর রেজা চৌধুরী, রিচার্সগেট ডটকম

* ড. ওয়াহিদউদ্দিন আহমেদ সংক্ষিপ্ত জীবনী, বুয়েট ওয়েবসাইট

* ড. ওয়াহিদউদ্দিন আহমেদ, দৈনিক যুগান্তর, ৪ নভেম্বর ২০১৮

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়