বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০০:০০

হৃদয়ে চাঁদপুর সরকারি কলেজ
নাহিদুল ইসলাম

আমার জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লায়। আমি কুমিল্লার সন্তান। ২০১৭ সালে উচ্চ মাধ্যমিক শেষ করে চাঁদপুর সরকারি কলেজে পড়ার সিদ্ধান্ত নিই। আমি ভর্তির আবেদন করলে প্রথমে ম্যানেজমেন্ট বিষয়ে ভর্তি হই। তারপর তা পরিবর্তন করে সমাজকর্ম বিভাগে ভর্তি হই। যখন আমি সমাজকর্ম বিভাগে ভর্তি হই তখন নিজেকে খুব একা মনে হয়। কিন্তু ধীরে ধীরে সময় যত যেতে থাকলো আমার বন্ধু বাড়তে থাকলো। তারপর চলে যায় প্রথম বর্ষ। এভাবে চলে যায় দ্বিতীয় বর্ষ কিন্তু তৃতীয় বর্ষের সময় এসে সারা পৃথিবীতে করোনা নামক এক ভয়াবহ মহামারির আবির্ভাব হয়। যার ফলে যার আমাদের পরীক্ষার সময় অনেক পিছেয়ে যায়। কলেজ দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখা হয়।

আল্লাহর রহমতে করোনা মহামারি কিছুটা নিয়ন্ত্রণে আসলে ২০২২ আমাদের ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষা সম্পন্ন হয়। তারপর আমরা ৪র্থ বর্ষে উত্তীর্ণ হই। আমাদের ৪র্থ বর্ষে ফিল্ডওয়ার্কে অংশগ্রহণ করতে হয়। আমার ফিল্ডওয়ার্ক পড়ে চাঁদপুর মা ও শিশুকল্যাণ কেন্দ্রে। এই প্রতিষ্ঠানে আমাদের ৬০ কর্মদিবস কার্যক্রম পরিচালনা করতে হয়। ফিল্ডওয়ার্ক আমার জন্যে একটি অভিজ্ঞতা। আমার ভালোই লাগতো সবাই মিলে ফিল্ডওয়ার্ক করতাম।

তার মধ্যে চলে যায় অনেক সময়। একটা সময় যখন মনে হতো এই কলেজে আমি একা, কিন্তু এখন বিদায় বেলায় এসে আমার মনে হয় এই কলেজে আমার সব। এই কলেজ আমাকে অনেক কিছু দিয়েছে। দিয়েছে অনেক বন্ধু। দিয়েছে অভিভাবকসমান শিক্ষকদের ভালোবাসা। দিয়েছে অনেক সুন্দর সুন্দর স্মৃতি। তার মধ্যে চলে এলো চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছরপূর্তি অনুষ্ঠান। ঐতিহাসিক এ অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে হয়। সর্বশেষে বলতেই হয়, সমাজকর্ম পরিবার আমাকে অনেক সুখের স্মৃতির পাশাপাশি অনেক জ্ঞানও দিয়েছে। অবশেষে দীর্ঘ এই পথচলার চাওয়া-পাওয়া হিসেবটা খুব বেশি লম্বা হয়েছে একেবারে জীবনব্যাপী। জীবনটা এমনভাবে সবার সাথে কাটাতে পারলে মন্দ হতো না। কিন্তু বাস্তবতার তাগিদে সবাই আলাদা হয়ে যাবে। হয়তো চাইলেও আর এমন সবাই একসাথে হওয়া যাবে না। হয়তো অনেকের সাথে জীবনেও দেখা হবে না। কিন্তু স্মৃতিগুলো সারাজীবন হৃদয়ে অমলিন হয়ে থাকবে। ভালো থাকুক, প্রিয় মুখগুলো, ভালো থাকুক প্রিয় বিদ্যাপাঠ আর ভালো থাকুক প্রিয় সমাজকর্ম বিভাগ।

নাহিদুল ইসলাম : সমাজকর্ম বিভাগ, সেশন : ২০১৭-২০১৮, চাঁদপুর সরকারি কলেজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়