শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০

শ্রেষ্ঠ শিক্ষক মা
হাফেজ কাউসার

মানুষ ভাব প্রকাশের জন্য ভাষা ব্যবহার করে। একজন নবজাতকের জন্মের পর শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার আগ পর্যন্ত ভাষা, আদব, আখলাকের হাল একজন মা-ই দেন। যেমন করে এক মুষ্টি কাদামাটি ইচ্ছামতো প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়। তেমনি একটা শিশু প্রথমে ইংরেজি শিখবে, বাংলা শিখবে, গণিত শিখবে, আরবি শিখবে, উর্দু শিখবে হিন্দি ইত্যাদি ভাষা শিখবে তা কেবল মা-র প্রভাবের কারণেই হয়।

ছোটবেলা থেকে ভালো কথা এবং মন্দ কথা শেখার পিছনে মার দায় বেশি। এছাড়া একটা শিশু কোন ভালো অভ্যাস অনুশীলন করবে, কোন বদ অভ্যাস পরিত্যাগ করবে সেটা কেবল মায়ের চরিত্র ও গুণের উপরেই নির্ভর করে।

মৃত্যুর পরে মানুষের দেহ পঁচে যায়। কিন্তু মানুষের ভালো কথা এবং মন্দ কথা দুনিয়ায় থেকে যায়। শুধু মাত্র ভাষা বা কথাই মানুষের অমৃত। আর সেই ভাষা বা কথা শিক্ষা দিয়ে যান মা। একটা সন্তান বড় হলে আদর্শিক হবে নাকি কাপুরুষ হবে সেটা মার কারণেই হয়।

আমার জীবনের প্রথম শিক্ষক মা। তিনি শুধু শিক্ষক নন, বলতে গেলে আমার প্রথম ও একমাত্র শিক্ষক। জীবনের সেরা শিক্ষক। বন্ধু। আমার জীবনের সমস্ত কিছুই মায়ের অবদান। আমার এই ক্ষুদ্র জীবনে মায়ের দুটো শেখানো কথা আমাকে এতোটুকু নিয়ে এসেছে। প্রথমে মা শিক্ষা দিলেন, জীবনে আমি যে কাজই করি না কেনো আমি যেনো ওই কাজের আইডল হতে পারি।

উদাহরণস্বরূপ বলা যায়, আমাকে বলেছেন, আমি যদি ভ্যানগাড়ি চালকও হই, তবে আমি যেনো সমস্ত ভ্যান চালকের নেতা হতে পারি। মায়ের এই কথাটি এমন আমি লালন করেছি যাতে আজ আমি সত্যি মায়ের মতো করেই সফল হয়েছি। মা আমাকে দ্বিতীয় শিক্ষা দিলেন, পড়ে পাওয়া কিছু যাতে না গ্রহণ করি। নিলে সেটা থাকবে না। ডাবল কোনো না কোনোভাবে চলে যাবে। আর না নিলে আল্লাহর তরফ থেকে আসবে। এই শিক্ষাও আমার জীবন পাল্টে দিয়েছে। একবার স্বর্ণের নাকফুল পেয়েছিলাম। মাটি থেকে তুলে নিইনি। এজন্যেই বোধহয় আমার আজ পঁচিশ ভরি স্বর্ণের জিনিস রয়েছে। এভাবেই মা আমার জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক হয়ে আছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়