মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

চাঁদপুরের শিক্ষা বিষয়ক কিছু তথ্য
এইচএম জাকির

প্রশ্ন : চাঁদপুর জেলায় কতটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে?

উত্তর : ৪টি। ৩টি সরকারি ও ১টি এমপিওভুক্ত।

প্রশ্ন : চাঁদপুর জেলায় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কতটি?

উত্তর : ১টি।

প্রশ্ন : চাঁদপুর জেলার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায়?

উত্তর : হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জে।

প্রশ্ন : চাঁদপুর জেলায় কতটি সরকারি মহিলা কলেজ আছে?

উত্তর : ২টি।

প্রশ্ন : চাঁদপুর জেলার সরকারি মহিলা কলেজ দুটির নাম কী এবং কোথায়?

উত্তর : ১। চাঁদপুর সরকারি মহিলা কলেজ। এটি চাঁদপুর সদরের শহরে অবস্থিত।

২। করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ। এটি শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামে অবস্থিত।

প্রশ্ন : চাঁদপুর জেলায় কতটি মাদ্রাসা আছে?

উত্তর : ৩১৩টি। সাধারণ শিক্ষা ২০১টি, মহিলা মাদ্রাসা ২৪টি, এবতেদায়ি মাদ্রাসা ২৩টি ও কওমি মাদ্রাসা ৬৫টি।

প্রশ্ন : চাঁদপুর জেলায় কতটি মাধ্যমিক/দাখিল মাদ্রাসা আছে।

উত্তর : ১০৯টি।

প্রশ্ন : চাঁদপুর জেলায় কতটি উচ্চ মাধ্যমিক/আলিম মাদ্রাসা আছে।

উত্তর : ৩৬টি।

প্রশ্ন : চাঁদপুর জেলায় কতটি স্নাতক/ফাজিল মাদ্রাসা আছে?

উত্তর : ৪৯টি।

প্রশ্ন : চাঁদপুর জেলায় কতটি স্নাতকোত্তর/কামিল মাদ্রাসা আছে?

উত্তর : ৭টি।

প্রশ্ন : চাঁদপুর জেলায় কতটি সরকারি এতিমখানা/সরকারি শিশু পরিবার আছে?

উত্তর : ১টি।

প্রশ্ন : চাঁদপুর জেলায় কতটি কওমি মাদ্রাসা আছে?

উত্তর : ৬৫টি।

প্রশ্ন : চাঁদপুর জেলায় কতটি সরকারি বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী স্কুল আছে?

উত্তর : ১টি।

প্রশ্ন : চাঁদপুর জেলায় কতটি বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল আছে?

উত্তর : ১টি। প্রতিষ্ঠানটি সদরের বিপণীবাগ এলাকায়। সুইড বাংলাদেশ কর্তৃক নিয়ন্ত্রিত এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত।

প্রশ্ন : চাঁদপুরের উল্লেখযোগ্য সহশিক্ষা কার্যক্রম কী কী?

উত্তর : বিএনসিসি, স্কাউট, গার্লস্-ইন-গাইড, রোভার ও রেডক্রিসেন্ট।

প্রশ্ন : চাঁদপুরে সর্বমোট কতজন শিক্ষক রয়েছে?

উত্তর : প্রাথমিকে প্রধান শিক্ষকের পদ ১১৫৬টি, কর্মরত (জানুয়ারি ২০২২) ৯৬৪ জন। সহকারী শিক্ষকের পদ ৬৬৩০টি, কর্মরত (জানুয়ারি ২০২২) ৬২০৫ জন। কিন্ডারগার্টেনে শিক্ষকতা করছেন ১০৫৩৬ জন। মাধ্যমিক ও তদুর্ধ্ব শিক্ষকের সঠিক তথ্য পাওয়া যায়নি।

চাঁদপুর সদর উপজেলা

প্রশ্ন : বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৮৮৪ সালে জুনিয়র ইংরেজি বিদ্যালয় স্থাপন করা হয়। ১৮৯৯ সালে বিদ্যালয়টি হাইস্কুলে উন্নীত হয়। ১৯০০ সালের ১১ আগস্ট বিদ্যালয়টি অনুমোদন পায়।

প্রশ্ন : বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষকের নাম কী?

উত্তর : বসন্ত কুমার ঘোষ।

প্রশ্ন : বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ উচ্চ মাধ্যমিক শ্রেণিতে উন্নীত হয় কত সালে?

উত্তর : ১৯৯৫ সালে।

প্রশ্ন : বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠার উদ্যোক্তা কারা?

উত্তর : যজ্ঞেশ্বর বর্ধন, দুর্গাচরণ ঘোষ, সারদা মোহন রায় প্রমুখ।

প্রশ্ন : চাঁদপুর জেলার প্রথম বালিকা উচ্চ বিদ্যালয় কোনটি?

উত্তর : লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রশ্ন : লেডি প্রতিমা মিত্র কে ছিলেন?

উত্তর : তৎকালীন অবিভক্ত ভারত সরকারের শিক্ষা বিষয়ক কাউন্সিলর লর্ডস মিত্রের স্ত্রী লেডি প্রতিমা মিত্র।

প্রশ্ন : লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোক্তা কে?

উত্তর : তৎকালীন মহকুমা প্রশাসক এম. এ. টি আয়াঙ্গার।

প্রশ্ন : লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়টি যাত্রা শুরু করে কবে?

উত্তর : ১৯০৭ সালের ২৫ জানুয়ারি।

প্রশ্ন : লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠার সাথে কারা জড়িত ছিলেন?

উত্তর : বাবু সাধুচরণ ওয়াস্তী, ডা. নির্মল চন্দ্র ঘোষ, খান সাহেব সিরাজুল ইসলাম, আবদুস সাত্তার উকিল প্রমুখ।

প্রশ্ন : জিলানী চিশতী কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৭০ সালে।

প্রশ্ন : জিলানী চিশতী কলেজ প্রতিষ্ঠাতার নাম কী?

উত্তর : এ. টি. আহমেদ হোসাইন রুশদী।

প্রশ্ন : ডিএন উচ্চ বিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯২০ সালে।

প্রশ্ন : ডিএন উচ্চ বিদ্যালয়টির প্রতিষ্ঠাতার নাম কী?

উত্তর : বাবু দ্বারকা নাথ।

প্রশ্ন : ডিএন উচ্চ বিদ্যালয়টির পূর্ব নাম কী ছিলো?

উত্তর : প্রতিষ্ঠাতার নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয় দারকানাথ উচ্চ বিদ্যালয়। পরে দ্বারকা নাথ শব্দটিকে সংক্ষিপ্ত করে ডিএন করা হয়।

প্রশ্ন : গণি আদর্শ উচ্চ বিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯১৭ সালে।

প্রশ্ন : গণি আদর্শ উচ্চ বিদ্যালয়টির প্রতিষ্ঠাতার নাম কী?

উত্তর : বজলুল গণি চৌধুরী। তাঁর নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয়।

প্রশ্ন : গণি আদর্শ উচ্চ বিদ্যালয়টি কবে মডেল বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে?

উত্তর : ১৯৫৮ সালে।

প্রশ্ন : গণি আদর্শ উচ্চ বিদ্যালয়টি কত সালে পূর্ববঙ্গে দ্বিতীয় প্রধান বিদ্যালয়ের মর্যাদা লাভ করে।

উত্তর : ১৯৪৬ সালে।

প্রশ্ন : নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৬৩ সালে। উল্লেখ্য যে, ১৮৯০ সালে বর্তমান গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্থানে নূরিয়া হাই মাদ্রাসা নামে একটি মাদ্রাসা স্থাপন করা হয়। পরবর্তীতে ১৯৬৩ খ্রিস্টাব্দে মাদ্রাসাটি সেখান থেকে পুরাণবাজারে স্থানান্তরিত হয় এবং ১.১৩ একর ভূমির উপর মাদ্রাসটিকে নূরিয়া উচ্চ বিদ্যালয়ে পরিণত করা হয়।

প্রশ্ন : নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়টির প্রতিষ্ঠাতার নাম কী?

উত্তর : নূরুল হক চৌধুরী।

[নোট : নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়টিতে মুক্তিযুদ্ধের সময় হানাদার ক্যাম্প ছিলো]

প্রশ্ন : পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৫৬ সালে।

প্রশ্ন : পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯২১ সালে।

প্রশ্ন : পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়টির উদ্যোক্তার নাম কী?

উত্তর : বাবু মথুর মোহন পোদ্দার।

প্রশ্ন : আক্কাছ আলী রেলওয়ে একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৬৪ সালে।

প্রশ্ন : আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রতিষ্ঠাতার নাম কী?

উত্তর : আক্কাছ আলী। তিনি তৎকালে চাঁদপুরে রেলওয়ের প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।

প্রশ্ন : সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৬৫ সালের ১ জানুয়ারি।

প্রশ্ন : জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৬৫ সালে।

প্রশ্ন : আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৭৮ সালে।

প্রশ্ন : আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতার নাম কী?

উত্তর : অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রব।

প্রশ্ন : ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৩৪ সালে। উল্লেখ্য যে, স¤্রাট আকবরের নবরত্ন মন্ত্রীসভার সদস্য মানসিংহের বংশধর জমিদার গগনচন্দ্র সিংহ রায় চাঁদপুর মহকুমায় বসবাসকালীন সময়ে দুটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এর একটি তাঁর বাড়ির সামনে ফরক্কাবাদে এম.ই. স্কুল এবং অপরটি বাগড়া বাজারের নিকট গগন হাই স্কুল। একপর্যায়ে গগন হাই স্কুলটি অচল অবস্থায় পৌঁছালে ১৯৩৪ সালে ১ জানুয়ারি বাগড়া বাজার হতে স্কুলটি ফরক্কাবাদে স্থানান্তরিত হয়ে এম.ই. স্কুলের সংঙ্গে একীভূত করে স্কুলটিকে হাই স্কুলে উন্নীত করা হয়।

প্রশ্ন : ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়টির প্রতিষ্ঠাতার নাম কী?

উত্তর : গগনচন্দ্র সিংহ রায়।

প্রশ্ন : ফরক্কাবাদ ডিগ্রি কলেজটি কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৯৮ সালের ১ জানুয়ারি।

প্রশ্ন : হরিণা চালিতাতলী এডওয়ার্ড ইনস্টিটিউটটি কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯০১ সালে।

প্রশ্ন : হরিণা চালিতাতলী এডওয়ার্ড ইনস্টিটিউট-এর প্রতিষ্ঠাতার নাম কী?

উত্তর : বাবু বঙ্গ কুমার দত্ত।

প্রশ্ন : সরকারি মূক বধির উচ্চ বিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৬৪ সালে।

প্রশ্ন : শাহতলী কামিল মাদ্রাসাটি কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯০১ সালে।

প্রশ্ন : শাহতলী কামিল মাদ্রাসাটির প্রতিষ্ঠাতার নাম কী?

উত্তর : এ. টি. আহমেদ হোসাইন রুশদী ।

প্রশ্ন : চাঁদপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসাটি কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৩০ সালে।

প্রশ্ন : চাঁদপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসাটির প্রতিষ্ঠাতার নাম কী?

উত্তর : আহমাদ উল্ল্যাহ্ পাটওয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়