শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর কলেজে হোসেন শহীদ সোহরাওয়ার্দী
অনলাইন ডেস্ক

গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী (১৮৯২-১৯৬৩)। বাঙালি জাগরণের অন্যতম শীর্ষ নেতা তিনি। সোহরাওয়ার্দী চাঁদপুরে এসেছেন একাধিকবার। অন্যদিকে চাঁদপুর জেলার অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর সরকারি কলেজ। ১৯৪৬ সালের ১ জুন এ কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তখন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি এদিন কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চাঁদপুর কলেজে সেই অনুষ্ঠানের একটি ছবিও সংরক্ষিত রয়েছে।

১৯৫৩ সালের ২১ নভেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দী চাঁদপুরে আসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান, পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সম্পাদক এম এ ওয়াদুদ প্রমুখ।

সোহরাওয়ার্দী পাকিস্তান আওয়ামী লীগের সভায় আজিজ আহমদ ময়দানে (বর্তমান চাঁদপুর সরকারি কলেজ মাঠ) দুই ঘণ্টাব্যাপী বক্তব্য রাখেন।*

১৯৬৩ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মৃত্যুবরণ করেন। ১৯৬২ সালেই তিনি সর্বশেষ চাঁদপুরে আসেন।

* তথ্যসূত্র : চাঁদপুরে জনাব সোহরাওয়ার্দ্দী, দৈনিক আজাদী, প্রকাশকাল, ২৬ নভেম্বর ১৯৫৩।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়