মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ০২ আগস্ট ২০২২, ০০:০০

হালনাগাদ নেই জেলা শিক্ষা অফিসের ওয়েবসাইট
শিক্ষাঙ্গন প্রতিবেদক ॥

ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া লেগেছে শহর থেকে গ্রাম পর্যন্ত। বিভিন্ন দপ্তরের ওয়েবসাইটের বদৌলতে মানুষ প্রয়োজনীয় অনেক সেবা ও তথ্য পাচ্ছে ঘরে বসেই। সেখানে পিছিয়ে আছে চাঁদপুর জেলা শিক্ষা অফিস। এ প্রতিষ্ঠানের ওয়েবসাইটটির তথ্য খুব কমই আপডেট করা হয়। সংশ্লিষ্ট নোটিশও আপলোড করা হয় কম।

১ আগস্ট জেলা শিক্ষা অফিসের ওয়েবসাইট (http://dshe.chandpur.gov.bd/) ঘুরে দেখা যায়, ২০২২ সালে গত ৭ মাসে ওয়েবসাইটে মাত্র ৪টি নোটিশ আপলোড করা হয়েছে। সর্বশেষ নোটিশটি আপলোড হয়েছে গত ৩ মাস আগে, ৪ এপ্রিল ২০২২ তারিখে। ২০২১ সালে নোটিশ আপলোড হয়েছে মাত্র ১৪টি। সব মিলিয়ে গত ৫ বছরে এ ওয়েবসাইটে নোটিশ আপলোড হয়েছে মাত্র ৩১টি!

অন্যদিকে ওয়েবসাইটে চাঁদপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে সার্বিক তালিকা দেয়া হয়েছে সেটিও পুরানো। এ তালিকার কয়েকজন প্রধান শিক্ষক এক-দেড় বছর আগেই অবসরে চলে গেছেন। তাদের নাম এখনও প্রধান শিক্ষকের তালিকায় রয়ে গেছে। আপডেট নেই প্রাক্তন অফিস প্রধানদের নামের তালিকাতেও। প্রাক্তন অফিস প্রধানগণের নামের তালিকা ও কার্যকালের অংশটুকু অসম্পূর্ণ। সেখানে সর্বশেষ যে তথ্যটি রয়েছে সেটি ২০১৭ সালের ১২ এপ্রিলের। এর পরে আর কোনো অফিস প্রধানের নাম ও কার্যকাল নেই।

জেলা শিক্ষা অফিসের অর্জন-বিষয়ক টুলবারে দুটি অর্জনের কথা বলা হয়েছে। একটি হলো : ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮-এ জেলা শিক্ষা অফিস স্টলের মর্যাদা অর্জন, অন্যটি হলো : জেলা উন্নয়ন মেলা-২০১৮-এ জেলা শিক্ষা অফিস, চাঁদপুর সফলতার সাথে অংশগ্রহণের স্বীকৃতি অর্জন করে। অর্থাৎ গত ৪ বছরেও অর্জনের তালিকায় নতুন কোনো তথ্য আপলোড করা হয়নি।

ওয়েবসাইট ঘুরে দেখা যায়, সাইটটি সর্বশেষ হালনাগাদ হয়েছে ১৪ জুন ২০২২ তারিখে। অর্থাৎ প্রায় ৫০ দিন হলো ওয়েবসাইটটিতে কোনো তথ্যই আপলোড হয়নি।

জেলা শিক্ষা অফিসের তথ্য যেন হালনাগাদ থাকে, এ বিষয়ে দৃষ্টি দেয়ার অনুরোধ জানিয়েছেন সচেতন মানুষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়