শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২১, ০০:০০

কার খাবার কে খায়?
অনলাইন ডেস্ক

সেদিন ভোরে নামাজ সেরে

বসে আছি বারান্দায়,

দেখলাম কিছু পশু-পাখি

ব্যস্ত আছে খাবার খোঁজায়।

ছিলো পান্তা উঠোনের গামলায়

পানির পরিমাণ ছিলো বেশি,

মুরগিরা সব সেজেছে ভদ্র

ভাতে নেই তাদের রুচি।

ফিরে গেলো তারা সবাই

এলো সেথায় কাক,

পানির জন্যে পারছে না খেতে

আমি তো দেখে অবাক।

পা দিয়ে দিলো ঠেলা

উল্টে গেলো গামলাটা,

মজা করে খেতে গিয়ে

খেলো কুকুরের হামলাটা।

চালের ক্ষুদ ধানের কুঁড়া

রেখেছিলো বউ থালায় ভরে,

দৌড়ে গিয়ে মুরগিগুলো

দিলো খাওয়া শুরু করে।

তেড়ে এলো তাদের দিকে

বাড়ির বাঘা কুকুরটা,

গো গ্রাসে খেয়ে সব

মিটালো পেটের ক্ষুধাটা।

দূরে দেখলাম জংগার ধারে

খাচ্ছে শব কাকের দল,

শিয়াল এসে করলো তাড়া

প্রাণ নিয়ে কাক দিলো উড়াল।

সমাজ দেহে এমন কা-

ঘটছে দেখছি অহরহ,

দুর্বলের খাবার খাচ্ছে সবলে

দেখার তা নেই কেউ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়