সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০২ অক্টোবর ২০২২, ০০:০০

‘মা’
অনলাইন ডেস্ক

মাগো

কি স্বপ্ন গেঁথেছো অন্তরালে?

দশমাস দশদিন রেখেছ পেটের জালে

কত কষ্ট কত যন্ত্রনা নীরবে সহে

জন্ম দিয়েছ ব্যাথার আড়ালে।

মাগো

কি স্বপ্ন গেঁথেছো অন্তরালে?

বুকের দুধ পান করিয়েছো কোলে তুলে

আদর সোহাগ দিয়েছ চুমু কপালে দু'গালে

কপালে কোনে দিয়েছো ফোঁটা মাটির কাজলে।

মাগো

কি স্বপ্ন গেঁথেছো অন্তরালে?

তোমার সুরে সুর মিলিয়ে ডেকেছি মা মা বলে

বুকেতে জড়িয়ে উষ্ণ কোলে

ঘুম পাড়িয়েছ গানে মাসীপিসি বলে।

মাগো

কি স্বপ্ন গেঁথেছো অন্তরালে?

হাটি হাটি পা পা করে হাঁটতে শিখালে

হাঁটতে গিয়ে হোঁচট লেগে পড়ে গেছি হেলে

তুমি দৌড়ে এসে জড়িয়ে নিয়েছো কোলে।

মাগো

কি স্বপ্ন গেঁথেছো অন্তরালে?

দোলনা বেঁধে আমের ডালে

বসিয়ে আমায় দোলনায় তুলে

পিছু থেকে দিয়েছ ঠেলে হেসে খেলে।

মাগো

কি স্বপ্ন গেঁথেছো অন্তরালে?

আদর সোহাগ যতড় করে

নিজের হাতে দিয়েছ খাবার মুখে তুলে

মুখ মুছিয়ে দিয়েছ শাড়ির আঁচলে।

মাগো

কি স্বপ্ন গেঁথেছো অন্তরালে?

অসুখ বিসুখ হলে

সঙ্গে করে নিয়ে গেছ হাসপাতালে

বুঝতে চাওনি নিজের ব্যাথা বেদনা

দু'নয়ন ভাসিয়েছ অশ্রুজলে।

মাগো

কি স্বপ্ন গেঁথেছো অন্তরালে?

কাজের মাঝে সকাল দুপুর সন্ধ্যার সাজে

বাংলার অ আ ক খ শিখালে

চার বছর না হতেই স্কুলে পাঠালে।

মাগো

কি স্বপ্ন গেঁথেছো অন্তরালে?

লেখা পড়া করে বড় হবে তোমার মেয়ে

মনের মত বর এনে দিবে সময় হলে

হাসি কান্না সুখে দুখে বাকী সময়টা যাবে চলে।

মাগো

কি স্বপ্ন গেঁথেছো অন্তরালে?

দুই যুগ হয়েছে যে শেষ

কতটুকু হয়েছে সফল?

হয়তো সবটুকু ভেসে গেছে জলে.....

কিন্তু জানো মা,

সেই ছোট্ট বেলার, তোমার উষ্ণ কোলের

আদর মাখানো একটা গন্ধ

এখনো লেগে আছে আমার নাকে......

ফিরে না সময়,

ফিরে না বাস্তবতা,

বেঁচে থাকে শুধু স্থৃতি।

ইতি

গল্পটা শুধু ডাইরীর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়