প্রকাশ : ০২ অক্টোবর ২০২২, ০০:০০
নাজমুল হাসান ফিহাদ। সে চাঁদপুর শহরের উদয়ন শিশু বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। বড় হয়ে সে ইঞ্জিনিয়ার হতে চায়। শিশুকণ্ঠ বিভাগে দেওয়া তার সাক্ষাৎকার নি¤েœ তুলে ধরা হয়েছে,
শিশুকণ্ঠ : কেমন আছো?
ফিহাদ : আলহামদুলিল্লাহ ভালো আছি।
শিশুকণ্ঠ : কোন ক্লাসে পড়ো?
ফিহাদ : আমি ৫ম শ্রেণিতে পড়ি।
শিশুকণ্ঠ : তোমার প্রিয় শিক্ষক কে? তার সম্পর্কে কিছু বলো।
ফিহাদ : হোসেন স্যার আমার প্রিয় শিক্ষক। তিনি অনেক মজা করে পড়ান। তার পড়া আমার কাছে অনেক ভালো লাগে। তিনি সুন্দর করে বোঝান।
শিশুকণ্ঠ : স্কুলে তোমার বন্ধু কে?
ফিহাদ : তার সম্পর্কে কিছু বলো।
ফিহাদ : রাফি আমার প্রিয় বন্ধু। রাফি অনেক ভালো ছেলে। সে পড়ালেখায় অনেক ভালো। আমার পড়ায় কোথায়ও সমস্যা হলে রাফি সাহায্য করে।
শিশুকণ্ঠ : কী কী খেলাধুলা করো?
ফিহাদ : ক্রিকেট, কাবাডি ও দৌড় খেলা।
শিশুকণ্ঠ : অবসর সময়ে আর কী কী করো?
ফিহাদ : কখনো বই পড়ি। কখনো খেলাধূলা করি ও কখনো বাগানে কাজ করি।
শিশুকণ্ঠ : বড় হয়ে কী হতে চাও?
ফিহাদ : বড় হয়ে আমি ইঞ্জিনিয়ার হতে চাই।
শিশুকণ্ঠ : গল্প কবিতা পড়তে কেমন লাগে?
ফিহাদ : ভালো লাগে।
শিশুকণ্ঠ : স্কুলের ছুটিতে কোথাও ঘুরতে যাও?
ফিহাদ : নানুর বাড়ি, দাদুর বাড়ি ও আপুর বাড়ি।
উল্লেখ্য, নাজমুল হাসান ফিহাদ, পিতার নাম : সেলিম রেজা, পেশা : সাংবাদিক, মাতার নাম : নাছিমা আক্তার।
বিদ্যালয়ের নাম : উদয়ন শিশু বিদ্যালয়, চাঁদপুর।