প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ১৮:৩৩
মতলবে প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশ
|আরো খবর
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ নারী অধিকার উপ-কমিটি চাঁদপুর জেলার আয়োজনে প্রতিবাদী আবৃত্তি ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।
আজ ২৫ অক্টোবর সোমবার বিকেল ৪টায় মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা মিলনায়তনে সাম্প্রদায়িক অপশক্তির উত্থান রোধ করি সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ি প্রতিপাদ্য বিষয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কবিতাঙ্গন আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আইনুন্নাহার কাদরীর সভাপতিত্বে সনক আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক বদরুন নাহার লরিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রয়মনেন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ রোটা. আফরোজা খাতুন।
সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মতলব ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সাধারণ সম্পাদক রোটা. মোহাম্মদ মোফাজ্জল হোসেন, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, আল আমিন ক্রীড়া চক্রের সহ-সভাপতি মোস্তফা কাদরী, সনক আবৃত্তি সংগঠনের সভাপতি সাইয়্যেদুল আরেফিন শ্যামল, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক রিনা বণিক, নোয়াখালী আবৃত্তি একাডেমির সংগঠক মোঃ নাজমুল হাসান।
সার্বিক তত্তাবধান করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রোটা. ইফতেখার উদ্দিন কাদরী। অনুষ্ঠানে প্রতিবাদী আবৃত্তি পরিবেশন করেন সনক আবৃত্তি সংগঠন ও কবিতাঙ্গন আবৃত্তি পরিষদের সদস্যবৃন্দ।