প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১৮:১৩
সুন্দরীর কাছে মিনতি

আশরাফ চঞ্চল
কবিতা সুন্দরীর কাছে মিনতি
তোমাকে ছুঁতে চেয়েছি বারবার
পরিভ্রমণে প্রদক্ষিণ করতে চেয়েছি বর্তুল নিতম্ব সুডৌল স্তন আলতা রঙের ঠেঁাট মেদবহুল নাভি ও উরুভঁাজের অনিন্দ্যসুন্দর!
সেই বয়ঃসন্ধি থেকে তোমাকে দেখার প্রতীক্ষিত লোভ কচুরিপানার মতো বাড়তে বাড়তে পুরো জলাশয় ছড়িয়ে গেছে
তোমাকে ছুঁয়ার আকাঙ্ক্ষায় ডিজিটাল মোমের মতো গলতে গলতে মিশে যাচ্ছি সন্ধ্যার নির্মল বাতাসে বাতাসে
দেহমন্দিরের চারদেয়ালে আমার কামার্ত ঠেঁাট দিয়ে এঁকেই যাচ্ছি ক্ষুধার্ত যৌবনের অপেরা চিত্র!
প্লিজ! এবার ব্যারিকেড তুলে নাও
যেভাবে ৩৬ জুলাই দেশপ্রেমে ব্যারিকেড তুলে নিয়েছিল দায়িত্বরত দাঙ্গা পুলিশ আনসার-ভিডিপি সেনা ও বিজিবি!
তৃষ্ণায় কাতরাতে কাতরাতে চৌচির মাঠের মতো ফেটে যাচ্ছি
চৈত্রের দুপুরে ঈশানকোণ থেকে ভেসে এসো একটুকরো দমকা বাতাসে একখানা মেঘখণ্ড হয়ে
বৃষ্টির সংস্রবে সেঁাদামাখা ঘ্রাণ হয়ে ওগো প্রকৃতির সুষমাময়ী অদেখা কবিতা সুন্দরী!








