প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২২
বিদায়ী সভাপতি ও ৫০ বছর উদযাপপন পরিষদ সচিবের অনুভূতি

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, রোটারিয়ান এবং রোটার্যাক্ট পরিবারের সকল সদস্য-আজকের এই মহিমান্বিত অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ৫০ বছরের স্বর্ণালী পথচলার এই ঐতিহাসিক মুহূর্তে বিদায়ী সভাপতি হিসেবে আপনাদের সামনে দাঁড়ানো আমার জন্য একদিকে গর্বের, অন্যদিকে আবেগের। এই ক্লাবের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছুর সঙ্গে নিজেকে যুক্ত করতে পারা সত্যিই এক অসাধারণ অনুভূতি।
২০২৪-২৫ সেশনের থিম ছিল ‘ঞযব গধমরপ ড়ভ জড়ঃধৎ’ রোটারির মানবসেবার জাদু। গত এক বছরে আমরা চেষ্টা করেছি সেই জাদুকে বাস্তবে ছড়িয়ে দিতে। সমাজসেবা, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা, পরিবেশ উন্নয়ন, নেতৃত্ব বিকাশ প্রতিটি ক্ষেত্রে আমাদের সম্মিলিত প্রচেষ্টাই ছিল সবচেয়ে বড় শক্তি। আমি কৃতজ্ঞ আমার টিমের প্রতি, যারা দিন-রাত পরিশ্রম করে প্রতিটি প্রকল্প সফল করেছে। কৃতজ্ঞ অতীত সভাপতি এবং চাঁদপুর রোটারী ক্লাবের সম্মানিত রোটারিয়ানদের প্রতি, যাদের দিকনির্দেশনা ছাড়া এই বছর সফলভাবে সম্ভব হতো না। কৃতজ্ঞ আমার সহ-রোটার্যাক্টরদের প্রতি, যাদের নিষ্ঠা, ভালোবাসা এবং দলগত চেতনা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে এই এক বছর আমাকে নেতৃত্ব, মানবিকতা, ধৈর্য এবং দায়িত্ববোধ সম্পর্কে বহু কিছু শিখিয়েছে। আমি বিশ্বাস করি, এই অভিজ্ঞতা আমার পুরো জীবনের পথচলায় অমূল্য সম্পদ হয়ে থাকবে। আজকের এই ৫০ বছর পূর্তির আনন্দ যেমন আমাদের গর্বিত করে, তেমনি আরও দায়িত্বশীল করে। আগামী দিনের রোটার্যাক্টররাই আমাদের কাজ, মূল্যবোধ এবং মানবসেবায় এগিয়ে নিয়ে যাবে। আমি নিশ্চিত, নতুন কমিটি তাদের উদ্যম, সৃজনশীলতা এবং দায়িত্ববোধ দিয়ে আমাদের ক্লাবকে আরও উচ্চতায় নিয়ে যাবে। আমি আমার পরবর্তী সভাপতি ও তার টিমকে আগাম শুভেচ্ছা জানাই। আশা করি তাদের একতা আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। উদ্যাপন কমিটির পক্ষ থেকে এক্স-রোটার্যাক্টরদের মহামিলন ও সুবর্ণজয়ন্তীর প্রতিটি আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যারা সহযোগিতা করেছেন সকল সদস্য, স্বেচ্ছাসেবক, উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা।
এছাড়া চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে উদযাপন কমিটির সচিব হিসেবে কিছু কথা জানানোর সুযোগ পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অর্ধশতকের এই বিশেষ মাইলফলক আমাদের জন্য গর্ব, আনন্দ ও নতুন অঙ্গীকারের প্রতীক। ক্লাবের ৫০ বছরের সেবা, নেতৃত্ব ও মানবিক উদ্যোগ একদিনে গড়ে ওঠেনি। এটি গড়ে উঠেছে বহু প্রজন্মের রোটার্যাক্টরদের পরিশ্রম, ভালোবাসা ও আত্মত্যাগের মাধ্যমে। আমরা বিশ্বাস করি এই উদযাপন শুধু স্মৃতি রোমন্থন নয় বরং আগামী দিনের সেবা, সৌহার্দ্য ও নেতৃত্ব গঠনের নতুন দিগন্ত উন্মোচন করবে। সর্বশেষে এটিই বলতে চাই চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি আমার আবেগ, আমার পরিচয় এবং আমার গর্ব।আইপিপি রো. কাজী আজিজুল হাকিম নাহিন
প্রাক্তন সভাপতি (২০২৪-২৫), সচিব: ৫০ বছর উদযাপন পরিষদ, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব








