শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২১, ০০:০০

খুদে ক্রিকেটারদের পর্ব-৪

আমি ভালো ব্যাটসম্যান হওয়ার লক্ষ্যে খেলছি

----সিদরাতুল সিমরান

আমি ভালো ব্যাটসম্যান হওয়ার লক্ষ্যে খেলছি
অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলায় দিন দিন ক্রিকেটারের সংখ্যা বেড়েই চলছে। অনেক স্কুলপড়ুয়া ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীর বাবা-মা নিজেরা এসে একাডেমিতে ভর্তি করে দিয়ে যাচ্ছেন সন্তানদেরকে। বাবা-মায়ের ইচ্ছা, একজন ভালো ক্রিকেটার হিসেবে যেন তার সন্তান বেড়ে উঠতে পারে। সেই লক্ষ্যে চাঁদপুরের ক্লেমন ক্রিকেট একাডেমিতে নিজেরা এসে ভর্তি করিয়ে দিয়ে যাচ্ছেন। চাঁদপুরের এই ক্রিকেট একাডেমিতে ১২, ১৪, ১৬, ১৮ থেকে শুরু করে সকল বয়সী ক্রিকেটার প্রশিক্ষণ নিচ্ছেন। এখান থেকে অনেক ক্রিকেটার প্রথমে জেলা পর্যায়ে পরে বিভাগীয় এবং বিভাগ থেকে ঢাকার বিভিন্ন ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন। এই একাডেমির সাবেক ছাত্র বিপিএলসহ ঢাকার বিভিন্ন নামিদামি ক্লাবে ক্রিকেট খেলে যাচ্ছেন দারুণ ফর্মে। প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুরের ক্লেমন ক্রিকেট একাডেমিতে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের মাঝে অনুশীলন চলে। একাডেমির প্রধান ও হেড কোচ সৈয়দ শামীম ফারুকী, পলাশ কুমার সোম, রাজনসহ অন্যরা ক্রিকেটারদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে যাচ্ছেন। চাঁদপুর কণ্ঠ নিয়মিত এই খুদে ক্রিকেটারদের নিয়ে সংবাদ প্রকাশ করছে। শুরু থেকে আজকের চতুর্থ পর্ব পর্যন্ত লিখেছেন ক্রীড়া প্রতিবেদক চৌধুরী ইয়াসিন ইকরাম।

চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমিতে বয়সভিত্তিক দলে অনুশীলন করছেন সিদরাতুল সিমরান। তার বাবা আজহারুল ইসলাম টিটু অবসরপ্রাপ্ত বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা। মা নাসিমা আক্তার দাসদী কাজির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তারা বসবাস করেন চাঁদপুর শহরের স্টাফ কোয়ার্টার এলাকায়। তাদের দেশের বাড়ি মতলব উত্তরের ইছাখালী এলাকায়। দুই ভাইয়ের মধ্যে সে-ই খেলাধুলা করছে।

ক্রীড়া প্রতিবেদকের সাথে আলাপকালে সে জানায়, মা তাকে এক বছর আগে এই একাডেমিতে ভর্তি করিয়ে দিয়ে যান। সে চাঁদপুরের আল-আমিন একাডেমীতে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রিকেট অনুশীলন করছে। সে জানায়, আমি একজন ভালো ব্যাটসম্যান হওয়ার লক্ষ্যে খেলছি। সে ডান হাতে পেস বোলিং করে।

সিমরান অনূর্ধ্ব ১২ ক্রিকেট দলের হয়ে লক্ষ্মীপুর রায়পুর-এর সাথে খেলেছে। তাকে একাডেমীর প্রধান কোচ শামীম ফারুকীসহ অন্যরা অনুশীলনে সহযোগিতা করে যাচ্ছেন। বাংলাদেশে তার প্রিয় খেলোয়াড় সাইফুদ্দিন ও বিদেশি খেলোয়াড়দের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের মঈন আলী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়