প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৭:৪৯
টাকার অভাবে আখের সাথে সাথি ফসল করতে পারছেন না ডগার বিলের রুবেল সরদার

চঁাদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের ডগার বিল এলাকার তরুণ কৃষক মো. রুবেল সরদার বর্তমানে এলাকার এক পরিশ্রমী ও উদ্যমী কৃষক হিসেবে পরিচিত। বয়সে তরুণ হলেও কৃষিকাজে তার অভিজ্ঞতা এক যুগেরও বেশি। ছোটবেলা থেকেই কৃষির প্রতি তার গভীর আগ্রহ। সেই আগ্রহ থেকেই তিনি নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে মাঠে নামেন ফসল উৎপাদনে।
|আরো খবর
বর্তমানে রুবেল সরদার আখ চাষ করছেন। তবে এবার তিনি আখের পাশাপাশি একই জমিতে ‘সাথি ফসল’ হিসেবে টমেটো ও আলু ফসল চাষের পরিকল্পনা নিয়েছিলেন। তার বিশ্বাস, আখের সঙ্গে সাথি ফসল করলে একই জমি থেকে দ্বিগুণ ফসল পাওয়া সম্ভব হবে, যা একদিকে জমির উর্বরতা বজায় রাখবে, অন্যদিকে বাড়তি আয়ের সুযোগও সৃষ্টি করবে। কিন্তু টাকার অভাবে এবার সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছেন না তিনি। কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি এবং উৎপাদন ব্যয়ের চাপের কারণে নতুন করে সাথি ফসলের বীজ ও সার কিনতে পারছেন না রুবেল।
তিনি বলেন, “আখের ফঁাকে টমেটো ও আলু করলে জমি খালি থাকে না, আগাছাও কমে যায়। পাশাপাশি পরিবারের চাহিদাও মেটে, আর কিছু বিক্রিও করা যায়। কিন্তু এবার অর্থের অভাবে সেটা করতে পারছি না।”
তরপুরচণ্ডী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পারভিন আক্তার বলেন, “আখের সঙ্গে সাথি ফসল চাষ একটি লাভজনক পদ্ধতি। এতে কৃষকের আয় বাড়ে এবং জমির সর্বোচ্চ ব্যবহার সম্ভব হয়। রুবেল সরদারদের মতো তরুণরা এমন উদ্যোগ নিলে অন্য কৃষকরাও উৎসাহিত হবেন।”
তবে রুবেল আশা হারাননি। তিনি বলেন, “আগামী মৌসুমে ইনশাআল্লাহ আবার সাথি ফসল করবো। কৃষিই আমার ভরসা।”








