সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:১৪

ক্রমশ বিস্তৃতহই

দেবদাস কর্মকার

ক্রমশ বিস্তৃত হই

দেবদাস কর্মকার

এক জীবন বেঁচে আছি, পূর্ণ অপূর্ণের মাঝে

নীরবকাল আমার কেটে যায় প্রতিবাদহীন

অখিল সীমানা পেরিয়ে বহু বহু দূরে কোনো এক পারিজাত গ্রহে

মাঝে মাঝে প্রবল প্রবাহ অনুভূতিগুচ্ছ ধেয়ে চলে

ঘূর্ণমান আগামীর দিকে।

নিচে দাঁড়িয়ে বর্তমান, শত শত মানুষের মুখ

কি মধুর হাসি, হঠাৎ মনে হয় কোথাও দেখেছি তাকে

অন্তরঙ্গ সখার মতোই প্রগাঢ় প্রার্থনা তার

যায় দিন যায় বেলা, চেয়ে দেখি উজ্জ্বল প্রকোষ্ঠে

তার মধ্যে মানুষের মতো কিছু নেই।

তবুও মানুষ খুঁজি,যাই মানুষের কাছে

অপেক্ষা করি এক জোড়া চোখ যদি ডাকে

সোনার কাঁকনে বাঁধা সংসার অপ্রতিরোধ্য নেশা,

অনন্ত স্থির যদি হতো এই জীবনের সব গানে।

একটি জীবন কতো ব্যর্থ-বাসনা সুখ বিষণ্ন স্মরণ

নীরব কাল কেটে যায়, হাঁটুতে ভর করে উঠে দাঁড়াই

হয়তো বিস্তৃত হই একাকী

আবার যেন যুদ্ধে যাই

সোনার কাঁকনে বাধা সংসার

পৃথিবীর ধানবন ভেঙ্গে অবাক নিখিলে।

২৪ অক্টোবর ২০২৫, ঢাকা, ৮ কার্তিক, ১৪৩২ হেমন্তকাল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়