প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:০৩
ছাদ বাগান
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের শরিফ আহমদ নয়ন ঢালীর বাসার ছাদে মিষ্টির ছোঁয়া। ছাদের ড্রামে গাছ, তবু ফলন মাঠের মতোই। আখ চাষে সফল হয়েছেন তিনি। ড্রামে সবুজ আখের সারি যেন শহরের মাঝে ছোট্ট খামার। ছবিটি মঙ্গলবার বিকেলে চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড জিটি রোড ঢালী বাড়ি থেকে তোলা হয়েছে। ছবি : কৃষিকণ্ঠ।








