প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৪:৪৭
ফরিদগঞ্জে কৃষকদের সার ও বীজ বিতরণকালে ইউএনও সেটু কুমার বড়ুয়া
সরকার কৃষকদের উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচির আওতায় সার ও বীজ বিতরণ করছে

২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধির জন্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকালে কর্মসূচির উদ্বোধনশেষে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া ও উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরে আলম ভুট্টো ।
|আরো খবর
প্রধান অতিথি সেটু কুমার বড়ুয়া বলেন, ফরিদগঞ্জ উপজেলা এমনিতেই ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু এই উৎপাদনকে আরো বাড়াতে হবে। এজন্যে সরকার কৃষকদের উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচির আওতায় সার ও বীজ বিতরণ করছেন। আমি আশা করবো, আজকের বিনামূল্যে প্রাপ্ত বীজ ও সার দিয়ে আপনারা আরো বেশি ফসল উৎপাদন করে দেশের কৃষিতে ভূমিকা রাখবেন।
উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলার মোট ৪৩৫জন কৃষককে এই কর্মসূচির আওতায় সার ও বীজ বিতরণ করা হয়।