রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯:০৪

দুজনার দুটি পথ

মিলন সরকার
দুজনার দুটি পথ

মিলন সরকার দুজনার দুটি পথ

ভালোবাসি তোমাকে আমি

তুমিও ভালোবাসো আমাকে

বলেছিলে আমার হাত দুটি ধরে

সেদিন চাঁদ ছিলো আকাশে

তবু পূর্ণিমার আলো ঝরছিলো

সারাটি রাত ধরে।

বলেছিলে জীবনে যদি আসে আঘাত

আসে যদি ঝড়

দুজন দুজনে রবে একসাথে

কখনো হবে না পর।

সুখে-দুঃখে কাটিয়ে দেবে সারাটি জীবন

মরণ আসলেও আমরা হবো সহমরণ।

সারাটিদিন অভুক্ত থেকেও যদি

পাই একটি ভাত

তা খেয়েই কাটিয়ে দেবো সারাটি রাত।

আজ কোথায় আছো তুমি

কোথায় তোমার শপথ

আমি শুধু ভাবি

কেন আজ বেঁকে গেল

দুজনার দুটি পথ?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়