প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:২২
বৃষ্টি যখন নামে

জহিরুল হক বিদ্যুৎ বৃষ্টি যখন নামে
নামলো বৃষ্টি টাপুর-টুপুর, মাটির বুকে ওই,
ভিজে মাটির সোঁদা গন্ধে মনটা হারায় কই!
টিনের চালে একঘেয়ে সুর কী যে মিষ্টি লাগে,
পুরনো সেই স্মৃতির ছবি এক নিমেষে জাগে।
ঝমঝমিয়ে নামে যখন মুষলধারার জল,
রাস্তাঘাটে জল জমে খুব করে যে টলমল।
সবুজ পাতায় মুক্তো জমে নতুন রঙে সাজে,
মনটা আমার ময়ূর হয়ে আপন সুরে নাচে।
জানলা ধরে উদাস চোখে বাইরে চেয়ে থাকা,
পার্কে বসে বৃষ্টি ভেজার অনেক স্মৃতি আঁকা।
কোথায় গেল পাতার ছাতা কাগজের সে নাও?
বৃষ্টি এলেই মনটা বলে, “আবার ফিরে চাও”।
হাতে গরম চায়ের কাপ ও পাশে গল্পের বই,
শান্তি ভরা এমন দুপুর আর আছে কি কই?
বৃষ্টি ধুয়ে দিক শহরের সব রুক্ষ আর ধুলো,
নতুন করে প্রাণ ফিরে পাক মুছে ক্লান্তিগুলো।