প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১
নীলনকশা
ইমরান খান রাজ

ইমরান খান রাজ নীলনকশা
কবিতা!
তুমি দুঃখ ছাড়া কী দিয়েছো?
অসময়ে পালটে গেছো,
স্বার্থ নিয়ে দূরে গিয়ে,
ভালো থাকার আশায় তুমি
হারিয়ে গেছো আজ।কবিতা!
আমার কী চাওয়ার ছিল?
মান-অভিমান কতই ছিল?
রাগটা শুধুই দেখলে?
রাগের আড়ালে মায়া ছিল
অসীম ভালোবাসা ছিল।কবিতা!
তুমি কেনই-বা কথা দিলে?
সঙ্গে থাকবে রোজ!
আমি কতই ছিলাম অবুঝ!
তোমার মন ভোলানো মিথ্যে কথায়,
প্রতারিত আজ নীলনকশায়।