প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০
নদী এক প্রাণোচ্ছল জীবন

নূরুন্নাহার নীরু নদী এক প্রাণোচ্ছল জীবন
নদী বহে নীরবে, নিজ ছন্দে গতিতে
মৌন মুগ্ধতায় আপন ধ্যানে।
বয়ে যেতে যেতে কখনো যদি ওঠে ফুঁসে
বাঁধার প্রাচীর ডিঙিয়ে ফেরায় গতিপথ;
পথ করে নেয় ভাঙনের প্রচ্ছদ এঁকে।
চলতেই হবে চলাই যার কামনা সেতো এগুবেই!
এগিয়ে যায় এপথ সেপথ মাড়িয়ে—মোহনার খোঁজে,
অতঃপর শ্রান্ত পদে তৃপ্ত হয় মহানাদে মিশে।
নদী বহে জীবনেরই ছন্দে।যে জীবন মিলনের আনন্দেই তৃপ্ত।
তাইতো বয়ে চলে দৃপ্ততায়।
তারও কাজ নয় থেমে থাকা।
শুধু বদলে চলে বর্তমান থেকে ভবিষ্যৎ!
বাঁক ঘুরে চলে অজানা অচেনার পথ ধরে
যদিও জানে না কি আছে পলকের ওপাড়ে।
তবুও এগিয়ে যায়, যেতে হয় অবিরাম।
কিছু সময় এখানে এভাবে, কিছুটা ওধারে ওভাবে
আনন্দ বা বিষাদে, পরিপূর্ণ আত্মবিশ্বাসে।
বহতা নদীর মত বয়ে চলে বুঝি কোনো মহানাদে মিশে যেতে!
সেইতো নদী প্রাণোচ্ছল জীবন!