রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩

পৌর কর্মী আরিফের নানান রকম ফলসহ গাছ বিক্রির গল্প

কৃষিকণ্ঠ প্রতিবেদক
পৌর কর্মী আরিফের নানান রকম ফলসহ গাছ বিক্রির গল্প

চাঁদপুর পৌরসভার কার্য সহায়ক (পৌর কর্মী) মো. আরিবুর রহমান ঢালী শুধু অফিসের কাজে সীমাবদ্ধ নন, নিজের বাড়িতেও তৈরি করেছেন এক ব্যতিক্রমী সবজি ও ফলের বাগান। ছোটবেলা থেকেই কৃষিকাজের প্রতি তার ছিলো গভীর আগ্রহ। সেই আগ্রহকে জীবনের কর্মব্যস্ততার মাঝেও ভুলে যাননি তিনি।

প্রায় কয়েক বছর ধরে তিনি নিজস্ব ছাদ বাগানে দেশি-বিদেশি নানা জাতের ফলগাছ রোপণ করে ফলসহ চারা উৎপাদন ও বিক্রি করছেন। পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি বাগান থেকে উৎপাদিত সবজি ও ফল বাজারেও বিক্রি করেন তিনি। এতে যেমন তার আর্থিক সচ্ছলতা এসেছে, তেমনি স্বপ্ন পূরণ হয়েছে সবুজের মাঝে থাকার।

আরিফুর রহমান অফিসের কাজ শেষে প্রতিদিন বাগানে সময় দেন। স্ত্রী তাহমিনা আক্তার বেগমও তাকে সহযোগিতা করেন। বাগান দেখে আনন্দিত পরিবারের অন্যান্য সদস্যও তার সঙ্গে শ্রম দিচ্ছেন। বুধবার বিকেলে তার নিজ বাড়ির ‘ছাদবাগান’-এ গেলে দেখা যায়, সবুজের সমারোহে ভরে গেছে পুরো ৬ শতাংশ জুড়ে ছাদ। চারদিকে ফলের সুবাসে মুগ্ধ হচ্ছিলেন আগত দর্শনার্থীরাও।

তার বাগানে রয়েছে চায়না কমলা, পাকিস্তানি কমলা, বারোমাসি ডেপো কন কমলা, থাই টু কমলা, জায়ান্ট দার্জিলিং কমলা, ইউলো মাল্টা টু, সিকি মুসাম্বি, বাইনুকুর আঙ্গুরসহ আম, খেঁজুর গাছ, জাম্বুরা, আমড়া, পেঁপে, ছবেদা ইত্যাদি ফলগাছ। পাশাপাশি রয়েছে শাক-সবজির মধ্যে পুঁই শাক, লাউ, কুমড়া, আখ, কাঁচা মরিচ ও ধনিয়া পাতা।

আরিফুর রহমান বলেন, ‘অফিসের কাজের পাশাপাশি বাগান পরিচর্যা করা আমার নেশা। গাছের সঙ্গে মিশে থাকতে ভালো লাগে। এতে যেমন পরিবারের প্রয়োজন মেটে, তেমনি বাজারেও বিক্রি করা যায়। এতে বাড়তি আয়ের সুযোগ হয়। যদি কেউ ফলসহ গাছ ক্রয় করতে চান এই ০১৮৫৫-৯৫৮৯৯৬ নাম্বারে যোগাযোগ করতে পারবেন।

চাঁদপুর পৌরসভার এই কর্মীর পরিশ্রম আর আগ্রহ অনেকের জন্যে অনুপ্রেরণা হয়ে উঠেছে। সবুজে ভরা তার ছাদবাগান যেনো এখন এক ছোট্ট কৃষি মডেল।

তার এই সাজানো বাগান চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড জিটি রোড উত্তর বিষ্ণুদী মহল্লার ঢালী বাড়িতে। আরিফ ঢালীর বাগান দেখে তার বাড়ির স্কুল শিক্ষক মো. আনোয়ার হোসেন ঢালী ও ব্যবসায়ী মো. হাবিবুর রহমান সবজির বাগান গড়ে তুলেছেন।

চাঁদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, মো. আরিফুর রহমান যে একজন আদর্শ কৃষক সেটা তার বাগানে আসলেই বোঝা যায়। তিনি অনেক পরিশ্রমী। তার বাগানে প্রবেশ করে সেটা বুঝতে পেরেছি এবং তিনি গাছের খুব যত্ন নেন। তিনি এটি ধরে রাখতে পারলে বড়ো মাপের একজন ব্যবসায়ী হতে পারবেন। আমি তার সফলতা কামনা করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়