শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:০১

ড্যাফোডিল ফাউন্ডেশনের উদ্দোগে অনুদান প্রদান ও মতবিনিময় সভা

হাছান খান মিসু
ড্যাফোডিল ফাউন্ডেশনের উদ্দোগে অনুদান প্রদান ও মতবিনিময় সভা

ড্যাফোডিল ফাউন্ডেশনের উদ্দোগে অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টম্বর বৃহস্পতিবার বাবুরহাটস্থ মডেল টাউনে ড্যাফোডিল ফাউন্ডেশনের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত।

তিনি তাঁর বক্তব্যে বলেন, যাকাতের অর্থ সঠিকভাবে ব্যবহারের মাধ্যমেই সমাজ থেকে দারিদ্র্যতা দুর করা সম্ভব। আমাদেরকে অর্থের ব্যবহার সঠিকভাবে করতে হবে। আমরা মানসিকভাবে নিজেকে প্রস্তুতি করতে হবে। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বড় হতে হলে নিজেকে পরিশ্রম করতে হবে। যারা ইতোপূর্বে বড় হয়েছেন, সমাজের খ্যাতি অর্জন করেছেন, তাঁদের জীবনি পড়লে বুঝা যায় সকলেই পরিশ্রম করেছেন।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেকে স্বাবলম্বি করতে হলে নিজেকে প্রস্তুত করতে হবে। শিক্ষা সকলের অধিকার, সে অধিকার নিশ্চিত করতে সমাজের সকলকেই এগিয়ে আসতে হবে। অনুদান নিয়ে যারা পরীক্ষার ফরম ফিলাপ করবে, তারা নিজেকে ছোট করার কিছু নেই, নিজের অধিকার নিজেকে আদায করে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করাই হচ্ছে স্বার্থকতা।

ড্যাফোডিল গ্রুপ চাঁদপুর এর কো-অর্ডিনেটর মোঃ রুবেল খানের সভা প্রধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কন্ঠের ম্যানেজার সেলিম রেজা, ড্যাফোডিল ফাউন্ডেশনের ম্যানেজার মোঃ আসাদুল্লাহ সহ ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়