শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:০১

ড্যাফোডিল ফাউন্ডেশনের উদ্দোগে অনুদান প্রদান ও মতবিনিময় সভা

হাছান খান মিসু
ড্যাফোডিল ফাউন্ডেশনের উদ্দোগে অনুদান প্রদান ও মতবিনিময় সভা

ড্যাফোডিল ফাউন্ডেশনের উদ্দোগে অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টম্বর বৃহস্পতিবার বাবুরহাটস্থ মডেল টাউনে ড্যাফোডিল ফাউন্ডেশনের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত।

তিনি তাঁর বক্তব্যে বলেন, যাকাতের অর্থ সঠিকভাবে ব্যবহারের মাধ্যমেই সমাজ থেকে দারিদ্র্যতা দুর করা সম্ভব। আমাদেরকে অর্থের ব্যবহার সঠিকভাবে করতে হবে। আমরা মানসিকভাবে নিজেকে প্রস্তুতি করতে হবে। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বড় হতে হলে নিজেকে পরিশ্রম করতে হবে। যারা ইতোপূর্বে বড় হয়েছেন, সমাজের খ্যাতি অর্জন করেছেন, তাঁদের জীবনি পড়লে বুঝা যায় সকলেই পরিশ্রম করেছেন।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেকে স্বাবলম্বি করতে হলে নিজেকে প্রস্তুত করতে হবে। শিক্ষা সকলের অধিকার, সে অধিকার নিশ্চিত করতে সমাজের সকলকেই এগিয়ে আসতে হবে। অনুদান নিয়ে যারা পরীক্ষার ফরম ফিলাপ করবে, তারা নিজেকে ছোট করার কিছু নেই, নিজের অধিকার নিজেকে আদায করে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করাই হচ্ছে স্বার্থকতা।

ড্যাফোডিল গ্রুপ চাঁদপুর এর কো-অর্ডিনেটর মোঃ রুবেল খানের সভা প্রধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কন্ঠের ম্যানেজার সেলিম রেজা, ড্যাফোডিল ফাউন্ডেশনের ম্যানেজার মোঃ আসাদুল্লাহ সহ ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়