সোমবার, ১২ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১১ মে ২০২৫, ১৩:২৯

কৃষি কথা’ নাটিকায় কৃষকের স্বপ্ন ও বাস্তবতা তুলে ধরা হলো কচুয়ায়

কৃষিকণ্ঠ প্রতিবেদক
কৃষি কথা’ নাটিকায় কৃষকের স্বপ্ন ও বাস্তবতা তুলে ধরা হলো কচুয়ায়

কচুয়া উপজেলায় প্রথমবারের মতো কৃষকদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী নাটিকা ‘কৃষি কথা’। এটি নির্মিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কার প্রস্তাবনার ২৭তম দফা ‘কৃষি সংস্কার’ অবলম্বনে। নাটিকায় তুলে ধরা হয় দেশের কৃষি খাতের চিত্র, কৃষকদের বাস্তব সমস্যা ও সম্ভাবনার দিক। এতে অংশগ্রহণ করেন স্থানীয় কৃষক ও পেশাদার নাট্যশিল্পীরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানের উদ্বোধক, প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন স্থানীয় কৃষকরাই। সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কচুয়ার সন্তান প্রকৌশলী হাবিবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মধ্যে মো. আবুল কাসেম বলেন, “নাটকটি দেখে মনে হয়েছে আমাদের জীবনের কথাই বলা হয়েছে। আমরা অনেক কষ্ট করি, কিন্তু কৃষক হিসেবে স্বীকৃতি পাই না।”

নারী কৃষক রাবেয়া বেগম বলেন, “নারীরা কৃষিতে অনেক পরিশ্রম করে, কিন্তু তাদের নিয়ে খুব কম কথা হয়। নাটিকায় আমাদের অবস্থান তুলে ধরা হয়েছে, এটা খুব ভালো লেগেছে।”

মো. শহিদুল ইসলাম নামের তরুণ কৃষক বলেন, “নাটিকায় দেখানো প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা বাস্তবে এলে আমরা অনেক লাভবান হবো। সরকার ও রাজনীতিকরা যদি এমন উদ্যোগ নেয়, তাহলে কৃষকের জীবন বদলাবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন। তিনি কৃষকদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার বিষয়ে ধারণা দেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন।

উপস্থাপনায় ছিলেন চ্যানেল ২৪-এর হেড অব ডিজিটাল রাজিব খান এবং উপস্থাপিকা শাহরিন জাবিন।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, “ছোটবেলা থেকেই কৃষক হওয়ার ইচ্ছা ছিলো। আজকে কৃষকদের নিয়ে এই ছোট আয়োজন করতে পেরে গর্ববোধ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষিনীতিকে সামনে রেখে আমরা এগিয়ে যাবো।”

সাচার এলাকার শত শত কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়