প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৭
সন্তোষ দাস মনার কবিতা

সন্তোষ দাস মনার কবিতা
বিহ্বল ভরা বসন্ত বাতাস
আমি তাকে ভুলি নাই
তার মানে সেও আমাকে ভুলে নাই
একটা দূরত্ব,
মাঝখানে দেয়ালের দুই প্রান্তে
আমরা দুজনে থাকিআমার সাথে তার দেখা হওয়ার সম্ভাবনা একটা শুকিয়ে যাওয়া নদীর মতো
তাকে সঙ্গে নিয়ে
আমাকে আর সহস্র বসন্তের লাবণ্য দেখা হবে না
আমি নিঃসঙ্গ প্রাণ উজ্জ্বল
ফাগুনের ফেরিওয়ালা! হয়ত কোনো এক বিকেলে ঝরাপাতা হবোনতুন কুঁড়ি
পাতাবাহারের রঙ
কোনো অষ্টাদশীর বসন্ত বন্দনা
বলবে না,
হ্যালো মিস্টার, ‘আই লাভ ইউ’
কিংবা পরিচর্যা করে তুলে রাখা, সেই মধুর সংলাপ
‘আমি তোমায় ভালোবাসি’যে ভালোবাসে
সে দেয়ালের ঐ পাড়ে থাকে
আমি এই পাড়েআমি তার প্রতীক্ষায়, তপ্ত রোদের গ্রীষ্ম গিলে খেয়েছি,
বর্ষা রেখেছি চোখের নেত্রনালীতে, শরতের নীল আকাশ কিনেছিলেম;
তাকে নিয়ে আর ডানা মেলে উড়া হলো না!একক অধিপতি, আমায় দিলো
নিঃসঙ্গ ফাগুন! আর বিছিন্ন স্মৃতিভরা গম্বুজ!!‘থাকুক না দীর্ঘশ্বাস
বেতের পাতায় দুঃখ রবে, চিরসবুজ মনে হবে
কন্টক রোদনে প্রাণবিহ্বল ভরা বসন্ত বাতাস
অসীম বেগে বয়
ফাগুনের ফেরিওয়ালা স্মৃতির পাতা উড়ায়!’দেয়ালের ঐ পাড়ে সে থাকে
আমি এই পাড়ে।।১১.০২.২০২৫।
শুধু পথ আগলে দাঁড়ায় আমার
এক বিষণ্ন ভালোবাসা শুধু পথ আগলে দাঁড়ায় আমার!
যৌবনের শ্বেত চন্দন মূলে কুহেলিকার মতো কি নিঃসীম অনুসরণ করে চলেছে আমাকে!
দগ্ধ পিরামিডে আছড়ে পড়ে মুকুল হাওয়া!
বসন্তের লাগোয়া উত্তাপ চিনচিনিয়ে উঠে বুকের গগন কিনারে!
চঞ্চল বাঁশরী বাজে ঐ দূর ছায়ায়! বনলতা করেছে মধুচন্দ্রিমার আয়োজন!
রমণীর নিলয় ইশারায় কুজন বসিয়েছে নীল গলা বসন্ত বাউরি! প্রেমে আচ্ছন্ন হয়ে আছে আমার সবুজ জন্মভূমি!
শুধু আগলে দাঁড়ায় আমার পথ! কিছু ব্যথিত বাঁধন! ফাগুন সমীরণে খুলে যেতে চায় হৃদয়ের সবুজ কপাট! ভালোবাসার পলি পড়ে আছে বিনিদ্র অভিমানে! এই ফাগুনে বসন্তকে আর চুমু খাওয়া হবে না।
বিষণ্ন ভালোবাসা শুধু পথ আগলে দাঁড়ায় আমার। যৌবনের শ্বেত চন্দন মূলে কি নিঃসীম অনুসরণ করে চলছে আমাকে!!!০৮.০২.২০২২।
সন্নিকট শূন্য
সব কষ্ট ভিতর পকেটে থাকুক, পুরোনো নোটের মতো,
থাকুক আকাশের কালো মেঘ, শুকনো নদী,
ঝরে পড়া পাপড়ির বিকেলকোনো পার্বন না আসুক আমার শহরে,
চাই না আর কোনো গোলাপ রাণীর সন্ধান, যদি অগোছালো থাকি, যদি এলোমেলো হই
মুখ ফোটে আর কাউরে দু-চার কথা বলা হবে নাএই শতাব্দীতে এখন নিজেরাই করে নেয়
ভালো থাকার সমীকরণ।
এই যে, আকাশে বাতাসে বসন্ত জোয়ার উঠে, এই যে ঘুড়ি উৎসব হয়, তাতে আমার কি রোদন হয়? কি-ই বা আসে যায় পরবাসীরসব কষ্ট থাকুক ভিতর পকেটে, সন্নিকট শূন্য হয়ে পড়ে থাকুক আমার শহর।
২৮.০১.২০২৩
তুমি এবং তুমি
সব মন খারাপের বেলায়,
তুমি এসে মনটা ভালো করে দাও, এইজন্য আমি কারো সাথে তোমার তুলনা করি না। যদি অভিমান বেশি হয় তোমার প্রতি, তুমি এলে গলে যায় সব দুঃখবোধ,
তুমি এসে মাঝে মাঝে আমার সব বিষণ্ন রোদন
যাদুর বাঁশির মতো
কোথায় নিয়ে যাও কে জানে!
এই জন্য আমি কারো সাথে তোমার তুলনা করি না।
জানো,
আমার অনেক কিছু-ই প্রিয়, যেমন কলা পাতার রঙ
মেঘমেদুর বর্ষা, হলুদ বসন্ত, শীতের সরিষা বন, মুকুল হাওয়া আরো অনেক কিছু ...
তোমার সাথে কারো-ই যায় না, এই জন্যই তুমি অনিন্দিতা--আমার ঊর্বশী!
সব মন খারাপের বেলায় তোমারে পাশে চাই, রুপোলী চাঁদের হাসির মতো, তোমারে চাই....
আমার ভিতর বাহির খবর যে রাখে, সে তুমি
এই জন্য আমি কারো সাথে তোমার তুলনা করি না।
আমার অনেক কিছু-ই প্রিয়
বিলিভ মি,
সবচেয়ে বেশি প্রিয় তুমি এবং তুমি।।২১.০২.২০২৩.