প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৭
আয়নাঘর

আয়নাঘর যুবক অনার্য
কবেকার পুরনো এক সংক্ষিপ্ত ঘর,
দেয়ালের পলেস্তারা খসে গেছে
মাকড়শা নীরবে বুনেছে জাল
সিলিং পড়েছে ঝুলে
সারাক্ষণ এগজস্ট ফ্যানের বিকট আওয়াজ
নিরাপদ দূরত্বে সাদা পোশাকের
জ্যামিতিক পায়চারী
শীতল স্যাঁতস্যাঁতে গন্ধের কলরব--
এ ঘরে আমি খুব একা
মেঝেয় আত্মক্ষরণের ঘন দাগ
লালচে হয়ে গেছে;
জমে আছে অজস্র
অনিদ্রিত রাতের নস্টালজিয়া--
পারুদি' র হলদে মাখা হাত,
চাদরে ঢেকে রাখা কাটা রাইফেল
বুক পকেটে কার্তুজ ।
অনেক বছর যেন সহস্র বছর
ধরেই এ ঘর হয়েছে পোয়াতি
স্পষ্টভাষী মানুষের ভিড়ে!
কী আছে এ ঘরে--শূন্যতা
একবুক দীর্ঘশ্বাস
সমূহ মৃত্যুর অপেক্ষায় প্রহর
গুণে চলা, চোখে নিয়ে
নিষ্ফল দুফোঁটা জল।
এখানে কোনোরকম ঢুকে পড়লেই
বুঝে নিতে হয়--বেঁচে থাকা
এক আশ্চর্য ম্যাজিক।নির্জন এ ঘরে বৃষ্টি গড়িয়ে
পড়বার মতন
অস্পষ্ট শব্দে মনে পড়ে--
আমি বলতে চেয়েছিলাম --
আমাকে মেরে ফেললেও
মেরে ফেলতে পারবে না
আমার বেঁচে থাকবার কৌশল।