মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০২

গরমিল

মহসিন আলম মুহিন
গরমিল

গরমিল মহসিন আলম মুহিন

হিসাবের খাতায় যায় না পাওয়া মিল,

তখন তাকে বলে হিসাবের গরমিল।

বার বার ঘুঘু এসে খেয়ে যাও ধান,

আবার আসিলে তোমার বধিব পরাণ।

দুই সের পানিতে দুই সের দুধ

কেমনে থাকে খাঁটি মানুষ, সত্যিকারের ভূত।

মানুষের সঠিক পাওনাটা দেবে না ভাগের,

নিজের ষোলআনা নিয়েও-ঠকাবে তাদের।

আমার যা কিছু তাও আমার-তোমারটাও নেবোÑ

চালাকির মারপ্যাঁচে তোমাকে হারাবো।

হায়া নেই, লাজ নেই, নেই আগের শপথের মিল,

যা আছে তা যায় না বলা-হিসাবের গরমিল।

কেনায় মন বসে না-আয়ের সাথে বেমানান খরচের খাত,

মুখের বুলিতে পেট ভরে না-নেমে আসে কালো রাত।

দুই আর দুই যা হয়-তাই হিসাব করো,

গরমিলের খাতা পাতা মেলে নাহি ধরো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়