সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৯:২৬

সন্তোষ দাস মনার কবিতাগুচ্ছ

অনলাইন ডেস্ক
সন্তোষ দাস মনার কবিতাগুচ্ছ

সন্তোষ দাস মনার কবিতাগুচ্ছ

চিরকুট '২৪

এ কেমন যন্ত্রণা!

জীবনে কতো মানুষই তো দূরে চলে গেলো

তোমার সাথে আমার

দুইটা কথা হয়েছে

এমন দিন আমার মনে পড়ে না

তবু কিসের এতো যন্ত্রণা!

কেন এতো ছটফটানি মন আমার

জল কেটে যেমন

দুভাগ করা যায় না

মায়া থেকেও বোধহয় সরে আসা যায় না

এমন যন্ত্রণা কি তোমারও হয়?

একটা সূর্য অস্তমিত হবে,

একটা প্রভাতের

অপেক্ষায়--

স্বেচ্ছায় নেয়া এ যন্ত্রণা আমার

যেন চিরকাল থাকে।

তোমাকে-- হ্যাপী নিউ ইয়ার। ৩১.১২.২০২৪।

মায়াবন বিহারীণি

অতিশয়, পেছনে ফিরে তাকাই আমি

শুধরাতে পারিনি

উন্মুক্ত টান!

পরিচ্ছন্ন মায়া ব্যতীত এই শূন্যতার কোনো আকৃতি নাই!

ধূসর রঙের কিছু বিকেল আর কিছু

ছন্নছাড়া পিঙ্গল স্মৃতি,

এই জনমে

এইটুকু অবশিষ্ট আমার।।

অপলক একটা মাতাল চোখ, মনের ভেতর ছায়ার পেছনে ছোটে!

মায়াবন বিহারীণির সাথে

আমার

আত্মিক সমান্তরাল ছুটে চলা বছর কুড়ি হবে

বিদায় বেলা পেছন ফিরে তাকাতে নাই, আমি অতিশয় পেছন ফিরে তাকাই!

প্রভাতের রবি মধ্য গগনে উঠেছে, এইভাবে ক্রমান্বয়ে চলে যায়,--

বছর কুড়ি!

পশ্চাতে ঘুরে,

অযুত কোটি সন্ধ্যা তারা

দখিনা সমীরণ

নৈকট্যে আসে পূর্ণিমার আলো

অতিশয়, পেছন ফিরে তাকাই আমি।

০৪.১২.২০২৪।

দেবো পাড়ি বায়বীয় আঁধারে

আর হোক, না দেখা আর না হোক পাখির বাসার মতো প্রেম !

হোক না দেরি

পথের অপেক্ষায়

তবুও ফিরে যাবো না আমি, ফিরে যাবো না ঐ পথের বাঁকে

যেখানে একদিন

বসন্তগাথা গল্প ছিলো মুক্ত আকাশ ছিলো হ্রদের মতো বয়েছিলো যৌবনের প্রেম

আঁকাবাঁকা স্মৃতিতে শুধু স্বপ্ন থাকে

অনুরাগের দাম থাকে নিতান্তই ক্ষীণ !

ঐ বাঁকে ফিরে যাবো না আমি, হোক না দেরি পথের অপেক্ষায়

যেখানে থেমে গেছে চলার রথ

যদি আবার শূন্য থেকে শূন্যে ভাসি, উড়ে যাবো পাখি হয়ে

ডানা ঝাপটাবো নিঃশ্বাসে নিঃশ্বাসে, অনন্ত আকাশ দেবো পাড়ি বায়বীয় আঁধারে !

যাবো না ফিরে আর

ঐ পথের বাঁকে !

যেখানে রেখেছিলাম যৌবনের প্রেম স্মৃতির আরশি

বসন্তগাথা গল্প আর অনুরাগের পাথর বাটি

আঁকাবাঁকা স্মৃতিতে শুধু স্বপ্নই থাকে

অনুরাগের দাম থাকে

নিতান্তই ক্ষীণ !

যাবো না ঐ পথের বাঁকে

আর হোক, না দেখা আর না হোক পাখির বাসার মতো প্রেম !!

১২.১১.২০২১।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়