শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ১৮:৪৯

প্রধান অতিথি ড. মো. সবুর খান-এর বাণী

অনলাইন ডেস্ক
প্রধান অতিথি ড. মো. সবুর খান-এর বাণী

রোটারী হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি সেবামূলক সংগঠন। ১৯০৫ সালে আমেরিকার শিকাগো শহরে বিশিষ্ট আইনজীবী পল পারসি হ্যারিস তাঁর অপর তিন বন্ধুকে নিয়ে এই সংগঠনটির যাত্রা শুরু করেন। টেকসই অস্তিত্বে রোটারী ইন্টারন্যাশনালের বয়স এখন একশত ঊনিশ। ‘সেবা স্বার্থের ঊর্ধ্বে’ এই মূলমন্ত্রে উজ্জীবিত এবং সেবার আদর্শে উৎসর্গীকৃত, ব্যবসায় ও পেশায় উঁচু নৈতিকমান (যরময বঃযরপধষ ংঃধহফধৎফ)  বজায় রেখে ও সমাজসেবার সুযোগ গ্রহণ করে নিজ পেশাকে মহিমান্বিত করতে বদ্ধপরিকর এমন প্রত্যয়দীপ্ত মানুষেরা রোটারীর সাথে জড়িত দেখে বেশ ভালো লাগছে। আমার প্রিয় জেলা শহর চাঁদপুরে রোটারী ইন্টারন্যাশনালের সদস্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত ‘চাঁদপুর রোটারী ক্লাব’ অর্ধ শতাব্দীর অধিক সময় পূর্বে প্রতিষ্ঠিত বাংলাদেশের সপ্তম চাটার্ড ক্লাব। এ ক্লাবটি একটি চক্ষু হাসপাতাল, ডায়াবেটিক হাসপাতাল ও দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠাসহ বহুবিধ সামাজিক কাজ করে দেশব্যাপী সুনাম অর্জন করেছে এবং পুরো জেলাবাসীর কাছে সমীহ-জাগানিয়া প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

    আমি চাঁদপুরের সবচেয়ে পুরানো এই সংগঠনটি সম্পর্কে কম-বেশি জানি। কেননা ইতঃপূর্বে এই সংগঠনটির যুব সংগঠন চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের রজত জয়ন্তী অনুষ্ঠানে আতিথ্যবরণের সুযোগ পেয়েছিলাম। আজ মূল সংগঠন তথা চাঁদপুর রোটারী ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আরো ব্যাপকভাবে জানার ফুরসতকে সানন্দে গ্রহণ করলাম। আশা করি, সুন্দর উপলব্ধিতে নিজের জানার পরিসরকে ঋদ্ধ করতে সক্ষম হবো।

    অভিষেক অনুষ্ঠান ক্লাবের রোটারিয়ানদের জন্য তাদের অঙ্গীকার এবং ক্লাবকে আরও ভালো করার জন্য সমর্থন পুনর্নবীকরণ করার একটি অনন্য সুযোগ প্রদান করে। এটি একটি উদ্যাপন উপলক্ষ্যে চাঁদপুর রোটারী ক্লাবের এই অভিষেকের রাত বছরের পর বছর ধরে তার কৃতিত্বের জন্য গর্বিত হতে পারে এবং আশা করি আগামী বছরগুলো আমাদের স্থানীয় সম্প্রদায়ের ফেলোশিপ, পরিষেবা এবং সহায়তার ক্ষেত্রে আরও ভাল হবে। আজ, এই ক্লাবের রোটারিয়ানদের মুহূর্তটি উপভোগ করা দরকার। আমাদের সম্প্রদায়গুলোতে রোটারী যে ভাল কাজ করতে সক্ষম হয়েছে সে সম্পর্কে আমাদের আশেপাশের লোকদের জানাতে হবে। চাঁদপুর রোটারী ক্লাবকে রোটারী ইন্টারন্যাশনালের একটি কার্যকর রোটারী ক্লাবে পরিণত করতে তারা তথ্য ও নির্দেশনা দিয়ে নিজেদের সমৃদ্ধ করতে পারে।

    আমি চাঁদপুর রোটারী ক্লাবের নবাগত সভাপতি, আমার প্রিয়ভাজন অ্যাডভোকেট মো. নজরুল ইসলামসহ তাঁর পরিচালনা পর্ষদের প্রত্যেক কর্মকর্তা এবং ক্লাবের সকল সদস্যকে অভিষেক উপলক্ষে জানাচ্ছি অশেষ অভিনন্দন ও শুভেচ্ছা।

মানুষের কল্যাণে  ও আর্ত মানবতার সেবায় রোটারীর কার্যক্রম অব্যাহত থাকুক-নিরন্তর এই শুভ কামনা করছি।

ড. মো. সবুর খান

ফাউন্ডার ও চেয়ারম্যান,  

বোর্ড অব ট্রাস্টি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ও ড্যাফোডিল পরিবার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়