শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ১৮:৪৭

অভিষেক চেয়ারম্যান রোটা. কাজী শাহাদাতের শুভেচ্ছা বাণী

অনলাইন ডেস্ক
অভিষেক চেয়ারম্যান রোটা. কাজী শাহাদাতের শুভেচ্ছা বাণী

আমি ২০১০-১১ রোটারী বর্ষে চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতির দায়িত্বপালন করি। তার অনেক আগে থেকে চাঁদপুর রোটারী ভবন কমিটির সেক্রেটারীর দায়িত্বপালন করছি। এছাড়া ক্লাব ও রোটারী ডিস্ট্রিক্টের গুরুত্বপূর্ণ পদে বহুবার দায়িত্বপালন করেছি। আমার প্রায় দুযুগের রোটারী-জীবনের উল্লেখযোগ্য দায়িত্ব ছিলো ২০২০ সালে ক্লাবের পঞ্চাশ বছরপূর্তি উদ্যাপনে আহ্বায়কের দায়িত্বপালন। এর পূর্বাপর ক্লাবের অভিষেক কমিটির চেয়ারম্যান হিসেবে বহুবার দায়িত্ব পালন করেছি। ক্লাব ট্রেইনার হিসেবে তো ছিলাম বহু বছর। তারপর ক্লাবের বড়ো কোনো দায়িত্বে আসার ইচ্ছা পোষণ করিনি এবং দায়িত্ব দিতে চাইলেও অপারগতা প্রকাশ করেছি। কেননা ষাটোর্ধ্ব সদস্যের ক্লাবে ইতোমধ্যে সাবেক সভাপতির সংখ্যা প্রায় অর্ধেক, যাঁরা যথেষ্ট যোগ্যতাসম্পন্ন। এঁদের সুযোগ না দিয়ে বারবার আমার দায়িত্বপালনের বিষয়টি বিব্রতকর ঠেকেছে।

    ২০২৪-২৫ রোটারী বর্ষে ক্লাবের বোর্ড অব ডিরেক্টর্সের অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান নির্বাচিত করা হয় অনুজপ্রতিম ও প্রিয়ভাজন রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট অ্যাডভোকেট সাইয়েদুল ইসলাম বাবু, পিএইচএফকে। যিনি ছিলেন ক্লাবের বর্তমান সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, পিএইচএফ-এর সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু। অকাল মৃত্যুর শিকার হয়ে তিনি দুনিয়া ত্যাগ করে আমাদেরকে শোক সাগরে ভাসিয়ে যান। তাঁর শূন্যতায় ক্লাব সদস্যদের প্রত্যাশা পূরণে আমাকেই নিতে হলো অভিষেক চেয়ারম্যানের দায়িত্ব। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এই দায়িত্বপালনটা আমার কাছে নানান কারণে চ্যালেঞ্জিং মনে হয়েছে। তবুও ক্লাব সভাপতির প্রবল ইচ্ছা ও তাগিদে আমাকে দায়িত্বপালনে সক্রিয় হতে হয়েছে।  আমার পেছনে তাঁর লেগে থাকা এবং ক্লাব সেক্রেটারী আমার ভ্রাতুষ্পুত্রতুল্য রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, এমপিএইচএফ এমসিসহ অন্য সকল সদস্যের সহযোগিতায় আমি অনুপ্রাণিত ও কৃতার্থ বোধ করেছি।

    আমারসহ চাঁদপুরবাসীর, এমনকি পুরো দেশবাসীর অধিক পছন্দের ব্যক্তিত্ব হচ্ছেন চাঁদপুরের গৌরব ড. মো. সবুর খান। তিনি অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের দাওয়াত গ্রহণ করায় স্বাচ্ছন্দ্য বোধ করছি। তাঁর কাক্সিক্ষত উপস্থিতিতে আমাদের অনুষ্ঠান অনেক সমৃদ্ধ হবে বলে বিশ্বাস রাখি।

রোটারী আন্দোলন দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ।

রোটা. পিপি কাজী শাহাদাত, পিএইচএফ

চেয়ারম্যান, অভিষেক কমিটি ২০২৪-২৫

চাঁদপুর রোটারী ক্লাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়