প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ১৮:৪০
বিদায়ী প্রেসিডেন্ট রোটা. অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন-এর বক্তব্য
চাঁদপুর রোটারী ক্লাবের ২০২৩-২০২৪ রোটারী বর্ষে আমার দায়িত্বপালনকালীন এ ঐতিহ্যবাহী ক্লাবের বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি ক্লাবের অনুষ্ঠানগুলোকে স্মরণীয় করে রাখার প্রচেষ্টা গ্রহণ করি। ক্লাবের একজন সদস্য হিসেবে সেবা স্বার্থের উর্ধ্বে’ এই আদর্শ বাস্তবায়নে রোটারী ক্লাবের কার্যক্রম বৃদ্ধি করা, ক্লাব উন্নয়ন ও সমাজ উন্নয়নের কাজ করতে গিয়ে (২০২৩-২৪) রোটারী বর্ষে যদি আপনাদের মনে আমি কোনোভাবে কোনো রকম কষ্ট দিয়ে থাকি বা অনিচ্ছাকৃতভাবে দুঃখ দিয়ে থাকি, তাহলে আজকের এই বিদায়লগ্নে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি মনে করি। সুধীবৃন্দ,বর্তমান রোটারী বর্ষের সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যদের গতিশীল নেতৃত্বে চাঁদপুর রোটারী ক্লাব এগিয়ে যাবে এ বিশ্বাস আমার আছে। আপনারা আমাকে দোয়া করবেন এজন্যে যে, সেবার উজ্জ্বল দৃষ্টান্ত চাঁদপুর রোটারী ক্লাবের অগ্রযাত্রায় যেন সম্পৃক্ত থাকতে পারি।
রোটারী আন্দোলন দীর্ঘজীবী হোক।
রোটা. অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, পিএইচএফ
সভাপতি (২০২৩-২০২৪)
চাঁদপুর রোটারী ক্লাব