প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১৪:০১
পুরুষ কারো আপন হয় না
উৎসর্গ : পৃথিবীর সকল পুরুষকে।
পুরুষ কারো আপন হতে পারে না,
সময়ের প্রয়োজনে সবাই ঘনিষ্ঠতা বজায় রাখে,
দায়িত্বের ষোলকলা পূর্ণ হলে ছুঁড়ে পেলে আস্তাকুঁড়ে।
পুরুষ কারো আপন হতে নেই,
বৃথা চেষ্টা করে দুঃখ পাওয়া ছাড়া
অদৃষ্টে কিছুই জোটে না।
বন্ধুর প্রয়োজনে বন্ধু কাছে টানে,
পরিবারের চাহিদা পূরণে সবাই স্মরণ করে,
সমাজের প্রয়োজনে সবাই মাথায় রাখে,
দলের প্রয়োজনে পদ পদবী দিয়ে
ব্যানার পেস্টুনে জয়জয়কার করে রাজপথে ডাকে।
স্বার্থ হাসিল শেষে,
নিজে পালিয়ে যায় একনিষ্ঠ কর্মীকে একা রেখে।
এভাবেই চলছে পুরুষের যাপিত জীবন,
বাস্তবে পুরুষের হয় না কেউ আপন।
কর্মদক্ষতায় অফিসের কর্তা পদোন্নতী দেয়,
সুনাম ছড়ায় অফিসের সর্ব জনে জনে,
আগলে রাখে সম্মান করে তাহার কর্মগুনে।
সময়ের ব্যবধানে সে চাকরিও হারাতে হয় কর্মস্পৃহা কমে গেলে।
পকেটের স্বাস্থ্য ভালো হলে,
সখের সঙ্গীনীর কল্পনাতীত ভালোবাসা মিলে।
সময় আর অর্থে যদি ব্যাঘাত ঘটে,
প্রাণের সঙ্গীনী তখন পিছু হটে,
চরম আঘাত করে সে মত্ত হয় পরকীয়ায়,
ভালোবাসার শত স্মৃতি করে সংহার,
দুঃখ দুর্নাম শত অভিযোগ দেয় উপহার।
আসলেই পুরুষের হয় না কেউ আপন,
হয় না কেউ পুরুষের প্রকৃত আপনজন,
সময় পাল্টায় পুরুষ পাল্টায় না,
পাল্টে যায় শুধুই তার অদৃষ্ট।