প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১৩:৫৬
কত ফাগুন কেটে গেল
বেলা শেষে সন্ধ্যা এলো
পোরা লৌহ রং সূর্য
পশ্চিমাকাশে হেলে পরল
বুঝা গেল দিন শেষে সন্ধ্যা ঘনাল।
পাখিরা দিবা শেষে
দল বেঁধে অজানার পথ
পারি দিয়ে নীড়ে ফিরে
শুধু তুমি ফিরলে না।
ভোরের আলো দৃষ্টিপাতে
শালিক ময়না টিয়া বক
দল বেঁধে ছুটে চলে
সন্ধ্যার পূর্বাবাসে নীড়ে ফিরে।
সেই যে কতটি ফাগুন কেটে গেল
সুউচ্চ লাল পাহাড়ে শেষ দেখা
বলে ছিলে তুমি ছাড়া আমি একা
ফঁাকি দিয়ে সেইযে গেলে আর ফিরলে না।
আজো তোমার পথ চেয়ে
বসে আছি আসবে বলে
পাখিরা নীড়ে ফিরে
তুমি তো ফিরলে না।