বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১৩:৫৩

নিঃসঙ্গ

মোঃ আকাশ হোসেন
নিঃসঙ্গ

যখন আমি,

গঙ্গার জলে নোংরা হয়ে

নিঃসঙ্গ হয়ে পড়বো।

তখন হৃদয়ের বধ্যভূমির বাগানে

একটি রাজকীয় ফুল ফুটে উঠবে।

সে ফুলের পাপড়ির স্নিগ্ধে

খসে পড়বে আকাশের তঁারকা।

ক্রমশই সেজে উঠবে মহারানীর হেরেম

খুলে যাবে তার দখিন দুয়ার,

ভেঙে যাবে তার হেরেমের জলছবি।

 

আমি মগ্ন দেহে শ্বাসরুদ্ধ হয়ে,

শুকে নিবোÑ‘আফিমের তীব্র স্বাদ’।

ছন্নছাড়া এই হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে

শুরু হবে প্রেমের বাক্যালাপ,

আমার হৃদয়ের দল নিশ্চল হয়ে,

সঙ্গমে লিপ্ত হবে সূর্যসাগরতীরে।

এভাবে, নগরে নগরে  নিঃসঙ্গ হবে

আমার তিমিরবিদায়ী হৃদয়ের আতুরঘর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়